প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। সাধারণত টি-টোয়ন্টিতে বাংলাদেশের পরিসংখ্যান ভালো নয়। ফলে টি-টোয়েন্টি ক্রিকেটের বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে দুর্দান্ত বিষয়।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই এই ফরম্যাটের দলকে ঢেলে সাজাতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিনিয়রদের ছেঁটে ফেলে তরুণদের নিয়ে নতুন করে আগাতে চাইছে তারা। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মতে টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজানোর কাজটা দারুণভাবে শুরু করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পরপরই ফেসবুকে নিজের পেজে সিরিজ জয়ের অনুভূতি জানিয়েছেন মাশরাফি। ২০২১ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল টাইগাররা। তবে তার মতে, তরুণদের নিয়ে গড়া দল হওয়ায় এবারের অর্জনের মাহাত্ম্য আলাদা
মাশরাফি বলেন, “অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবার ইংল্যান্ড। দেশের মাঠে বড় তিনটি দলকে টি-টোয়েন্টি সিরিজে হারাল বাংলাদেশ। তবে এই জয়টা একটু আলাদা। কারণ, তরুণদের নিয়ে যেভাবে দলটা গড়েছে, সেটা এক কথায় অসাধারণ। টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজানো দরকার ছিল, হাথুরুসিংহে ও সাকিব দারুণভাবে সেই কাজটা করেছে। ভালো উইকেটে এই দলটারও কঠিন সময় আসবে, কিন্তু সবার ধৈর্য রাখা জরুরী।”
তিনি আরও বলেন টি-টোয়েন্টিতে তরুণদের বেশি করে খেলার সুযোগ দিতে হবে। আর দেরিতে হলেও এই পরিবর্তনটা টি-টোয়েন্টিতে খুব প্রয়োজন ছিল বলে মত তার। এ সময় আজকের জয়ের অন্যতম দুই নায়ক শান্ত ও মিরাজের প্রশংসা করেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।
“তরুণদেরকে এই ফরম্যাটে খেলার সুযোগ করে দিতে হবে এবং এর মধ্য দিয়েই আস্তে আস্তে দারুণ একটা দল হবে ইনশাআল্লাহ। অনেক দেরিতে হলেও এই পরিবর্তনটা টি-টোয়েন্টিতে খুব প্রয়োজন ছিল। যদিও এটা একান্তই আমার মতামত। শান্ত "ইউ বিউটি ম্যান", মিরাজ অসাধারণ, পুরো বোলিং ইউনিট দারুণ। অভিনন্দন বাংলাদেশ” যোগ করেন মাশরাফি।
রোববার (১২ মার্চ) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে চার উইকেটের ব্যবধানে হারিয়েছে টাইগাররা। আর এতে টানা দুই ম্যাচ জিতে ইংলিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়ল সাকিব আল হাসানের দল।