• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশ একাদশ কেমন হবে জানালেন হাথুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৩, ০৮:৫০ পিএম
বাংলাদেশ একাদশ কেমন হবে জানালেন হাথুরু
লিটন দাস ও চান্ডিকা হাথুরুসিংহে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শনিবার (৭ অক্টোবর) ধর্মশালায় ম্যাচটি শুরু হবে বেলা ১১ টায়। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছিল টাইগাররা। সেই সুখ স্মৃতি নিয়ে তাদের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। এর আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে প্রথম ম্যাচের একাদশ সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হয়। যার বিপরীতে কোনো খোলামেলা উত্তর দেননি হাথুরু।

ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে লিটন দাসের সঙ্গে উদ্বোধনে নামবেন কে? প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সে প্রশ্নের উত্তরে বলেন, “আপনি সঠিকভাবে উল্লেখ করেছেন যে (ওপেনিংয়ে) আমাদের হাতে কিছু বিকল্প রয়েছে। সুতরাং আমরা আগামীকাল সকালে এই সিদ্ধান্তটি নেওয়ার জন্য আরও ভালো পরিস্থিতিতে থাকব। আমরা প্রথমে ব্যাট করলে (ওপেনিংয়ের জন্য) কারা নামবে এবং পরে ব্যাট করলে কারা খেলবে সেটা আপনি আগামীকাল দেখতে পাবেন।”

ধর্মশালার উইকেট দেখে টাইগারদের বস অনেক সন্তুষ্ট। হাথুরু বলেন, “ওয়ানডে ক্রিকেটের জন্য এই উইকেট সত্যিই ভালো। আমার মনে হয়েছে যে খুব শক্ত উইকেট এবং ঘাসে ঢাকা। এটা খুব ভালো স্পোর্টিং উইকেট। এই মাঠে অনেক রান আশা করছি। (একাদশের) কম্বিনেশন আমরা আগামীকাল সকালে ঠিক করব এবং তখন আবার উইকেট দেখব। কারণ কিউরেটর বলেছেন যে আজও তিনি উইকেট নিয়ে কিছুটা কাজ করবেন।”

তবে উইকেট যেমনই হোক, আফগানদের বিপক্ষে গতি হবে বাংলাদেশের প্রধান অস্ত্র। তবে এ প্রসঙ্গে সরাসরি কিছু বললেন না হাথুরুসিংহে, “উইকেটের ওপর নির্ভর করবে। ম্যাচ কোন দিকে গড়ায়, সেটাও দেখতে হবে। আমাদের বোলিং শক্তি মাথা খাটিয়ে ব্যবহার করতে চাই। আমরা প্রতিপক্ষ ও কন্ডিশন মাথায় রেখে একটা পরিকল্পনা করে রাখি ঠিকই। কিন্তু বাকিটা অধিনায়কের দায়িত্ব, সে সিদ্ধান্ত নেয় কীভাবে বোলারদের ব্যবহার করতে হবে।”

Link copied!