দায়িত্ব পাওয়ার ছয় মাস যেতে না যেতেই অধিনায়কত্ব ছাড়লেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ভারতের বিপক্ষে হোম সিরিজের আগে শ্রীলঙ্কার নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন এই অলরাউন্ডার।
ঠিক কী কারণে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়কের পদ ছেড়েছেন হাসারাঙ্গা, তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। তবে বিজ্ঞপ্তিতে শুধু এটুকু বলা হয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেটের স্বার্থেই সরে দাঁড়িয়েছেন হাসারাঙ্গা।
উল্লেখ্য, হাসারাঙ্গার নেতৃত্বে শ্রীলঙ্কা গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির মুখে পড়ে। সুপার এইটে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। তারা বিদায় নেয় গ্রুপ লিগ থেকে।