পাকিস্তান সুপার লিগ

হাসান আলী ও মোহাম্মদ আমির প্ল্যাটিনাম বিভাগে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০৬:৩৯ পিএম
হাসান আলী ও মোহাম্মদ আমির প্ল্যাটিনাম বিভাগে
হাসান আলী ও মোহাম্মদ আমির। ছবি : সংগৃহীত

মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে যে, টেস্ট খেলোয়াড় হাসান আলী, মোহাম্মদ আমির, সাইম আইয়ুব এবং সাদা বলের খেলোয়াড় উসামা মিরকে আগামী বছরের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্ল্যাটিনাম বিভাগে আনা হয়েছে। এই চারজন আগে ডায়মন্ড বিভাগের অন্তর্গত ছিলেন। এখন লিগের শীর্ষ-স্তরের খেলোয়াড়দের তালিকায় থাকবেন তারা।  

প্রচারনা চালানোর পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ড ছয়টি ফ্র্যাঞ্চাইজির জন্য ৮৭ জন স্থানীয় খেলোয়াড়ের অবস্থানও নিশ্চিত করেছে।

ইমাদ ওয়াসিম, নাসিম শাহ, শাদাব খান (ইসলামাবাদ ইউনাইটেড), ফখর জামান, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি (লাহোর কালান্দার্স), ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (মুলতান সুলতানস) ও বাবর আজমকে (পেশোয়ার জালমি) আগের মতোই প্লাটিনাম বিভাগে রাখা হয়েছে।

ডায়মন্ড বিভাগে ১৬ জন খেলোয়াড় রয়েছেন। যার মধ্যে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও মুলতান সুলতান দল চারজন করে, করাচি কিংস ও ইসলামাবাদ ইউনাইটেড দল তিনজন করে এবং পেশোয়ার জালমি দুইজন খেলোয়াড় রয়েছে। ডায়মন্ড ক্যাটাগরিতে লাহোর কালান্দার্সের একজন খেলোয়াড় রয়েছে।

ইতোমধ্যে, ৩০ জন খেলোয়াড়কে গোল্ড ক্যাটাগরিতে তালিকাভুক্ত করা হয়েছে। যেখানে পেশোয়ার জালমির  সাতজন খেলোয়াড় রয়েছে। করাচি কিংস, লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের রয়েছে পাঁচজন করে, ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতানের রয়েছে চারজন করে।  

সিলভার ক্যাটাগরিতে ১৬ জন খেলোয়াড়কে চূড়ান্ত করা হয়েছে। গ্ল্যাডিয়েটরস ও লাহোর কালান্দার্সের প্রত্যেকে চারজন করে, পেশোয়ার জালমির তিনজন খেলোয়াড় রয়েছে। করাচি কিংস ও মুলতান সুলতানের দুইজন করে এবং ইসলামাবাদ ইউনাইটেডের একজন রয়েছে।

উদীয়মান বিভাগের জন্য ১২ জন খেলোয়াড়কে নির্বাচিত করা হয়েছে। ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমি তিনজন করে, করাচি কিংস ও মুলতান সুলতানদের প্রত্যেকে দুইজন করে, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও লাহোর কালান্দার্সের একজন করে খেলোয়াড় রয়েছে।

 

 

Link copied!