• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন হারমানপ্রীত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ০৮:১৪ পিএম
দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন হারমানপ্রীত
ফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে অশোভন আচরণ করায় ভারত নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।মঙ্গলবার (২৫ জুলাই) এক বিবৃতিতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আইসিসির কোড অব কন্ডাক্টের দুটি ধারা ভেঙ্গে এ শাস্তি পাচ্ছেন হারমানপ্রিত। আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করে ২.৮ ধারা ভাঙ্গেন তিনি। এর শাস্তি হিসেবে ম্যাচ ফি‍‍`র ৫০ শতাংশ জরিমানা ও তিনটি ডিমোরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে। 

এছাড়া লেভেল-১ অপরাধ করে আইসিসির ২.৭ ধারা ভেঙ্গেছেন হারমানপ্রীত। যেখানে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচে ঘটা কোনো ঘটনার জনসম্মুখে সমালোচনা করা যাবে না। ’

ঘটনা গত শনিবারের (২২ জুলাই)। বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে  দুটি ঘটনার জন্য তাকে শাস্তি দিয়েছে আইসিসি। প্রথমটি আউট হওয়ার পর, আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে স্টাম্প ভাঙ্গা এবং দ্বিতীয়টি ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে আম্পায়ারকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা।

ম্যাচ রেফারি আক্তার আহমেদের আনা অভিযোগ মেনে নিয়েছেন হারমানপ্রিত। এ কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। 

আইসিসির লেভেল ২ ভঙ্গ করলে ম্যাচ ফি‍‍`র ৫০ বা ১০০ শতাংশ জরিমানা করা হয়। সঙ্গে দেওয়া হয় তিন বা চারটি ডিমোরিট পয়েন্ট। আর লেভেল এক ভঙ্গ করায় একটি বা দুটি ডিমেরিট পয়েন্টের সঙ্গে কাটা হয় ম্যাচ ফি‍‍`র ৫০ বা ১০০ শতাংশ। 

আইসিসির নীতিমালা অনুযায়ী, ২৪ মাস সময়ের মধ্যে কোনো ক্রিকেটারের নামের পাশে ৪টি ডিমেরিট পয়েন্ট থাকলে তাকে দুই ওয়ানডে বা টি-টোয়েন্টির জন্য নিষিদ্ধ করা হয়। অথবা ১ টেস্টের জন্য নিষিদ্ধ হবেন। যেহেতু দলের পরবর্তী সিরিজ সীমিত ওভারের। তাই ভারত অধিনায়ক দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!