• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬
গ্লোবাল সুপার লিগ

সৌম্যের হাফ সেঞ্চুরির পরও হারলো রংপুর রাইডার্স


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০১:২৩ পিএম
সৌম্যের হাফ সেঞ্চুরির পরও  হারলো রংপুর রাইডার্স
সৌম্য সরকার। ছবি : সংগৃহীত

সৌম্য সরকারের হাফ সেঞ্চুরির পরও গ্লোবাল সুপার লিগে তার দল রংপুর রাইডার্স হেরে গেছে। টানা দ্বিতীয় সহজ ম্যাচ হেরে বসলো রংপুর। রোববার গ্লোবাল সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও নাটকীয়ভাবে পরাজিত হলো করল নুরুল হাসান সোহানের দল।

প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়ার বিপক্ষে মাত্র ১০ রানে হারে দলটি। টানা দুই হারে পয়েন্ট টেবিলের শেষে অবস্থান করছে বাংলাদেশের প্রতিনিধিরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫১ রান স্কোরবোর্ডে তোলে ভিক্টোরিয়া। দুর্দান্ত শুরু পায় ভিক্টোরিয়া। দুই ওপেনার মিলে যোগ করেন ৭০ রান। ৪০ রান করে ম্যাকডোনাল্ড ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। এই ওপেনারকে ফেরান রিশাদ।

আরেক ওপেনার ক্লার্ক করেছেন ৩১ বলে ৩২ রান। এরপর তিনে নেমে সঞ্জয়ও দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩১ রান। আর শেষদিকে স্কট এডওয়ার্ডস ১৭ বলে অপরাজিত ৩০ রান করলে দেড়শ পেরোনো সংগ্রহ পায় ভিক্টোরিয়া। রিশাদের ঝুলিতে যায় দুই উইকেট।

ভিক্টোরিয়ার দেওয়া ১৫২ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ভালো শুরু পায় রংপুর। প্রথম ওভারেই দলটার বিদেশি ওপেনার টেইলরের ব্যাট থেকে আসে একটি ছক্কা এবং একটি চারের মার। ২ ওভার শেষে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬ রান। পরে চতুর্থ ওভারের দুই বল পরই ক্যাচ দিয়ে ফিরে যান টেলর। পাওয়ার প্লে’র শেষে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ৬৩ রান।

এর পর সৌম্য আদায় করে নেন ব্যাক্তিগত হাফ সেঞ্চুরি। পরে আউট হয়ে যান ক্যালাম স্টো’র বলে ক্যাচ তুলে। মাঝে আফিফ হোসেনকেও হারায় দলটি। কিন্তু সৌম্য রংপুরকে রেখেছিলেন জয়ের পথেই। ১৪.৪ ওভারে ব্যক্তিগত ৫১ রানে যখন ফিরছিলেন, তখনও জয়টা চোখের সামনেই দেখছিল রংপুর। 

সেই ওভারেই বিদায় নেন অধিনায়ক সোহান। করেন ১০ বলে ৪ রান। রিশাদ ১১ বলে ১১ রান করেন। খুশদিল শাহ’র ব্যাড় থেকে আসে ১৫ রান। কিন্তু ততক্ষণে বল ডট পড়েছে অনেকবেশি। শেষ পর্যন্ত সাত উইকেটে ১৪১ রানে থামে রংপুর।

Link copied!