ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের শক্তিশালী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার রাসমাস হজলুন্ড ও নতুন চুক্তিবদ্ধ লেনি ইয়োরো, দুজনেই প্রথমার্ধে ইনজুরিতে পড়েন। আর ম্যানইউ লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র সফরের প্রথম প্রীতি ম্যাচে প্রিমিয়ার লিগ প্রতিদ্বন্দ্বী আর্সেনালের কাছে ৩-৪ গোলে হেরে যায়।
শনিবার রাতের এই ম্যাচের ১০ মিনিটের সময় মার্কাস রাশফোর্ডের পাসে হজলুন্ড গানার ডিফেন্ডার আইডেন হেভেনকে কাটিয়ে গোলরক্ষক কার্ল হেইনকে পরাজিত করে ম্যানইউকে এগিয়ে দেন। কিন্তু ২৫ মিনিটের সময় পেশীতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই ডেনিশ তারকা।
এরপর ১৮ বছর বয়সী ডিফেন্ডার ইয়োরো মাত্র ১০ দিন আগে লিলে থেকে ম্যানইউতে যোগদান করেন। তিনিও ইনজুরিতে পড়ে মাঠ ত্যাগ করেন।
আর্সেনালের গ্যাব্রিয়েল জেসুস ম্যাচের ৩৫ মিনিটে খুব কাছে থেকে গোল করে সমতা আনেন।
ম্যাচ ১-১ গোলে সমতা থাকার পর পেনাল্টি শুট-আউটে ৪-৩ গোলে জয়লাভ করে আর্সেনাল। যেখানে জাডন সানচো জয়সূচক গোলটি করেন।