• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

হারলেও ইতালির ইতিবাচক দিক দেখছেন মানচিনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩, ০৭:২১ পিএম
হারলেও ইতালির ইতিবাচক দিক দেখছেন মানচিনি

ইউরো ২০২৪ এর বাছাই পর্বে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ইতালি। বর্তমান চ্যাম্পিয়নরা বৃহস্পতিবারের ম্যাচে ২-১ গোলের ব্যবধানে হেরে যায়। এই ম্যাচে হার হলেও ইতালির ইতিবাচক দিক দেখছেন দলটির কোচ রবার্তো মানচিনি।

দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে অভিষেক হওয়া মাতেও রেতেগুই গোল করে ইতালির ব্যবধান কমানোর চেষ্টা করেন। ইতালি তার আগেই ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল।

বড় ব্যবধানে হেরে গেলেও এই ম্যাচে ইতিবাচক দিক দেখছেন ইতালির কোচ মানচিনি।

তিনি বলন, "আমরা ভালো শুরু করেছিলাম। যা আমরা প্রথমার্ধের বাকি অংশে করতে পারিনি। আমি দ্বিতীয়ার্ধে একটি দুর্দান্ত ইতালীয় দল দেখেছি এবং এটি ভবিষ্যতের জন্য ইতিবাচক।"

তিনি আরও বলেন, "ইংল্যান্ড ম্যাচে বিপজ্জনক। আমরা প্রথম (গোল) সুযোগ দিয়েছিলাম আমাদের বিশৃঙ্খলা ও বিক্ষিপ্ততার কারণে। তারপর পেনাল্টিটিও ছিল কর্নার থেকে। আমার মনে হয় বিরতির পরে আমরা অন্তত আরেকটি গোল করার অবস্থায় ছিলাম। আমরা পরবর্তীতে দৃঢ়তার সঙ্গে শুরু করতে পারলে আশা করি জয় দিয়েই শেষ হবে।"

ইতালি আগামী রোববার তাদের পরবর্তী ইউরো কোয়ালিফায়ার ম্যাচ খেলতে মাল্টায় যাবে।

Link copied!