• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

লখনৌর পিচ জঘন্য মনে করছেন হার্দিক পান্ডিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩, ০১:৩২ পিএম
লখনৌর পিচ জঘন্য মনে করছেন হার্দিক পান্ডিয়া

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র এক বল বাকি থাকতে ১০০ রান তাড়া করে জিতেছে ভারত। ম্যাচের পর ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া লখনৌর পিচকে জঘন্য বলে বর্ণনা করেছেন। 

ম্যাচ পরবর্তীকালে হার্দিক বলেন, "সত্যি বলতে এই ম্যাচে উইকেটের প্রভাব ছিল। দুটি ম্যাচেই আমরা যে ধরনের উইকেটে খেলেছি, এটা ভয়ংকর! কঠিন উইকেটে আমার আপত্তি নেই। আমি তার জন্য প্রস্তুত। কিন্তু এই উইকেটগুলো টি-টোয়েন্টির জন্য তৈরি করা হয়নি। স্টেডিয়ামে আগে থেকেই খেলার প্রস্তুতি নেওয়া উচিত। এটা বাদ দিলে এই ফলাফলে আমি খুব খুশি ।"

তিনি আরও বলেন, ‘‘এই উইকেট থেকে বোলাররা যথেষ্ট সাহায্য পেয়েছে। যে ধরনের উইকেট তাতে ১২০ রান তুললেই জেতা সম্ভব। তাদের রান সেই হিসেবে কিছুটা কম ছিল। তাই জয়ের ব্যাপারে আমরা দৃঢ় ছিলাম, হাল ছাড়িনি।’’

"যেহেতু এই উইকেটে রান তোলা কঠিন তাই আমাদের পরিকল্পনা ছিল উইকেট বাঁচিয়ে খেলা। আমরা ঝুঁকি নিতে চাইনি এবং অপেক্ষায় ছিলাম সুযোগ নিয়ে যাতে রানের চাকা সচল রাখা যায়। শিশির অবশ্য তেমন প্রভাব ফেলেনি। তবে উইকেটের আচরণ হতাশ করেছে।’’- তিনি আরও যোগ করেন। 

Link copied!