• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রিয়াদের সামনে ৫ হাজার রানের ক্লাবে ঢোকার হাতছানি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৭:৪৬ পিএম
রিয়াদের সামনে ৫ হাজার রানের ক্লাবে ঢোকার হাতছানি
মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামলে মাহমুদউল্লাহ রিয়াদের সামনে হাতছানি থাকবে ৫হাজার রানের ক্লাবে ঢোকার। আর ৫০ রান করলেই ওয়ানডেতে ৫ হাজার রান পূর্ণ হবে তার। বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ৫ হাজার রান ক্লাবে নাম লেখানোর দ্বারপ্রান্তে অভিজ্ঞ এই ব্যাটার।

২০০৭ সালের জুলাইয়ে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মাহমুদউল্লাহ রিয়াদের। চলতি বছরের মার্চে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি। এখন পর্যন্ত ২১৮ ম্যাচের ১৯০ ইনিংসে তিনটি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৫ দশমিক ৩৫ গড়ে ৪৯৫০ রান করেছেন এই অভিজ্ঞ ব্যাটার।

৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহর আগে বাংলাদেশের হয়ে ৫ হাজার রান পূর্ণ করেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের  শীর্ষ পাঁচ ব্যাটার :

ব্যাটারম্যাচইনিংস রান  গড়  ১০০  ৫০
তামিম ইকবাল    ২৪১       ২৩৯      ৮ হাজার ৩১৩   ৩৬.৬২      ১৪           ৫৬
মুশফিকুর রহিম২৫৫২৩৮৭ হাজার ৩৮৮৩৭.১২৪৬
সাকিব আল হাসান২৪০২২৭৭ হাজার ৩৮৪৩৭.৬৭৫৫
মাহমুদউল্লাহ রিয়াদ২১৮১৯০৪ হাজার ৯৫০ ৩৫.৩৫২৭
মোহাম্মদ আশরাফুল১৭৫১৬৮৩ হাজার ৪৬৮২২.৩৭২০
Link copied!