নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামলে মাহমুদউল্লাহ রিয়াদের সামনে হাতছানি থাকবে ৫হাজার রানের ক্লাবে ঢোকার। আর ৫০ রান করলেই ওয়ানডেতে ৫ হাজার রান পূর্ণ হবে তার। বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ৫ হাজার রান ক্লাবে নাম লেখানোর দ্বারপ্রান্তে অভিজ্ঞ এই ব্যাটার।
২০০৭ সালের জুলাইয়ে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মাহমুদউল্লাহ রিয়াদের। চলতি বছরের মার্চে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি। এখন পর্যন্ত ২১৮ ম্যাচের ১৯০ ইনিংসে তিনটি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৫ দশমিক ৩৫ গড়ে ৪৯৫০ রান করেছেন এই অভিজ্ঞ ব্যাটার।
৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহর আগে বাংলাদেশের হয়ে ৫ হাজার রান পূর্ণ করেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটার :
ব্যাটার | ম্যাচ | ইনিংস | রান | গড় | ১০০ | ৫০ |
তামিম ইকবাল | ২৪১ | ২৩৯ | ৮ হাজার ৩১৩ | ৩৬.৬২ | ১৪ | ৫৬ |
মুশফিকুর রহিম | ২৫৫ | ২৩৮ | ৭ হাজার ৩৮৮ | ৩৭.১২ | ৯ | ৪৬ |
সাকিব আল হাসান | ২৪০ | ২২৭ | ৭ হাজার ৩৮৪ | ৩৭.৬৭ | ৯ | ৫৫ |
মাহমুদউল্লাহ রিয়াদ | ২১৮ | ১৯০ | ৪ হাজার ৯৫০ | ৩৫.৩৫ | ৩ | ২৭ |
মোহাম্মদ আশরাফুল | ১৭৫ | ১৬৮ | ৩ হাজার ৪৬৮ | ২২.৩৭ | ৩ | ২০ |