• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০, ৫ রজব ১৪৪৬

ব্রেন্টফোর্ডের মাঠে দাপুটে জয়ে দ্বিতীয় স্থানে গানাররা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০১:৩৫ পিএম
ব্রেন্টফোর্ডের মাঠে দাপুটে জয়ে দ্বিতীয় স্থানে গানাররা
জয়ের পর উল্লাস গানারদের । ছবি : সংগৃহীত

দারুণ এক জয়ে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা লিভারপুলের পর অবস্থান নিয়েছে আর্সেনাল। বুকায়ো সাকা চোটের কারণে কেলতে পারেননি। তারপরও আর্সেনাল দেখিয়েছে যে, তারা সাকার অনুপস্থিতিতেও মানিয়ে নিতে সক্ষম, নতুন বছরটা তারা শুরু করেছে দাপুটে জয়ে।

বুধবার রাতে ব্রেন্টফোর্ডকে তাদের মাঠে ৩-১ গোলে হারিয়েছে গানাররা।

এই মৌসুমে আর্সেনালের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় সাকা, যিনি হ্যামস্ট্রিং অস্ত্রোপচারের কারণে অন্তত দুই মাস মাঠের বাইরে থাকবেন। এটি ক্লাবের শিরোপা জয়ের আশায় একটি বড় ধাক্কা।

ব্রেন্টফোর্ডের মাঠে শুরুতেই পিছিয়ে পড়েছিল আর্সেনাল। ব্রায়ান এমবেওমো ১৩ মিনিটে ব্রেন্টফোর্ডের প্রথম আক্রমণেই তাদের এগিয়ে দেন।

তবে আর্সেনাল নার্ভাস হয়নি। গ্যাব্রিয়েল জেসুস তার সাম্প্রতিক ফর্ম ধরে রেখে প্রথমার্ধে একটি ডাইভিং হেডারের মাধ্যমে সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই মিকেল আর্তেতার দল আক্রমণ চালায় এবং পঞ্চম মিনিটে একটি কর্নার থেকে মিকেল মেরিনো আর্সেনালকে এগিয়ে দেন।

তিন মিনিট পর গ্যাব্রিয়েল মার্টিনেলি দুর্দান্ত ভলিতে গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে দেন আর্সেনালের হাতে। শেষ পর্যন্ত ৩-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা।

এই জয়ে আর্সেনাল চেলসি ও নটিংহ্যাম ফরেস্টকে পেছনে ফেলে ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শীর্ষে থাকা লিভারপুল ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে আছে। অন্যদিকে, চোটে জর্জরিত ব্রেন্টফোর্ড তাদের দ্বিতীয় হোম পরাজয়ের কারণে ১৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে রয়েছে।

Link copied!