• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

প্রাগে বন্দুকধারীর হামলা, নারী চ্যাম্পিয়নস লিগ ম্যাচ স্থগিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩, ০৭:১৪ পিএম
প্রাগে বন্দুকধারীর হামলা, নারী চ্যাম্পিয়নস লিগ ম্যাচ স্থগিত
ছবি: প্রতীকী

চেক প্রজাতন্ত্রের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় ব্যাপক হতাহতের ঘটনায় নারী চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রাগের ফরচুনা অ্যারেনায় গ্রুপ পর্বের খেলায় মুখোমুখি হওয়ার কথা ছিল স্লাভিয়া প্রাহা-সেইন্ট পলেনের। তবে খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে চার্লস ইউনিভার্সিটি ক্যাম্পাসে ওই ঘটনায় ম্যাচটি স্থগিত ঘোষণা করে আয়োজকরা।

বিবিসি জানিয়েছে, চেক প্রজাতন্ত্রের স্থানীয় সময় বেলা ৩টায় প্রাগের চার্লস ইউনিভার্সিটিতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুড়লে ১৪ জন নিহত হন। আহত হন আরও অন্তত ২৫ জন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, গুলির শব্দের মধ্যে কয়েক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের ওপরের তলা থেকে নিচে ঝাঁপিয়ে পড়ছেন। পুলিশ জানিয়েছে, বন্দুকধারীকে ‘নির্মূল’ করা হয়েছে।

উয়েফা এক বিবৃতিতে জানায়, দুই ক্লাবের সঙ্গে আলোচনার মাধ্যমে ‘বি’ গ্রুপের ম্যাচটি আগামী ১৮ জানুয়ারি আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এই গ্রুপের অপর দুই দল লিঁও ও ব্রান।

এদিকে, ‘এ’ গ্রুপের ম্যাচে সুইডিশ ক্লাব রোজেনগার্ডকে ৭-০ গোলে হারিয়ে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে জায়গা করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে বার্সার হয়ে গোল করেন সালমা পারালুয়েলা (দুটি), কিরা ওয়ালশ, ক্যারোলিন হানসেন, ক্লদিও পিনা ও মারলা তোরেয়ন। অপর গোলটি আত্মঘাতী। মেয়েদের চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
 

খেলা বিভাগের আরো খবর

Link copied!