• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাই সুদর্শনের ব্যাটিং নৈপুণ্যে গুজরাটের সংগ্রহ ২১৪


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৯, ২০২৩, ০৯:৫০ পিএম
সাই সুদর্শনের ব্যাটিং নৈপুণ্যে গুজরাটের সংগ্রহ ২১৪

গুজরাট টাইটানসের বিপক্ষে আইপিএল ২০২৩ সালের ফাইনালে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস। টস জিতে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান গুজরাটকে। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও সুবমান গিল জুটি দুর্দান্ত শুরু করেন। দলীয় ৬৭ রানে সুবমান ব্যক্তিগত ২০ বলে ৩৯ রান করে করে ফেরত আসেন। এরপর হাল ধরেন ঋদ্ধিমান ও সাই সুদর্শন।

দলীয় ১৩১ রানে এই জুটির বিচ্ছেদ ঘটে। ঋদ্ধিমান প্যাভিলিয়নে ফেরত যাওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৩৯ বলে ৫৪ রান। এরপর অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে হাল ধরেন সুদর্শন। এই জুটি দলের স্কোরবোর্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ৮১ রানের জুটি গড়ে আউট হন সুদর্শন। তিনি সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থেকে আউট হন।

পান্ডিয়া শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২ বলে ২১* রানে। রশিদ খান রানের খাতা খোলার আগেই আউট হন। এর সঙ্গে সঙেই শেষ হয় গুজরাটের ইনিংস। জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ২১৫ রান।

Link copied!