• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

প্রিমিয়ার লিগ পাত্তা দিচ্ছেন না গার্দিওলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩, ০৫:১২ পিএম
প্রিমিয়ার লিগ পাত্তা দিচ্ছেন না গার্দিওলা

ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরে গেছে সিটি। এই ম্যাচের পর দলের ম্যানেজার পেপ গার্দিওলা জানিয়েছেন যে, ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরে যাওয়ার পরও তিনি প্রিমিয়ার লিগ এবং কারাবাও কাপ নিয়ে চিন্তা করছেন না।

ওল্ড ট্র্যাফোর্ডে সিটির দুঃসময়ে এগিয়ে আসেন জ্যাক গ্রিলিশ। বেঞ্চ থেকে নেমেও কাজ হয়নি। ততক্ষণে দেরি হয়ে যায়। ম্যাচের ১০ মিনিটের কম সময় বাকি থাকতেই ম্যাচটি ইউনাইটেডের দখলে যায়।

কারাবাও কাপে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচে আশ্চর্যজনকভাবে বাদ পড়ার পর সিটি এখন ধারাবাহিক ম্যাচ হেরে যাচ্ছে। তারা প্রিমিয়ার লিগের টেবিলে আর্সেনালের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে আছে। শিরোপা জয়ের আশা শেষ না হলেও বেশ কঠিন তাদের জন্য।

ম্যাচ পরবর্তী কথা বলার সময় গার্দিওলা ইউনাইটেডের বিপক্ষে তার দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। জোর দিয়ে বলেছিলেন যে, তিনি প্রিমিয়ার লিগ বা কারাবাও কাপ (লিগ কাপ) জেতার বিষয়ে পাত্তা দিচ্ছেন না।

গার্দিওলা বলেন, "আমরা সত্যিই ভালো খেলেছি। আমি প্রিমিয়ার লিগ এবং কারাবাও কাপ নিয়ে চিন্তা করছি না। আমরা অনেক কিছু জিতেছি। এটা কোনো সমস্যা নয়। সমস্যা হলো, আমরা আমাদের মতো পারফর্ম করছি কী না। সবসময় আমরা সেটার দিকেই ফোকাস করি। তাই কারাবাও কাপ থেকে আমরা বাদ হয়ে গিয়েছি এটা কোনো ব্যাপার না। আমরা যেভাবে পারফর্ম করি, ঠিকঠাক থাকতে হবে। আজ আমরা দারুণ পারফর্ম করেছি।"

Link copied!