• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘ট্রেবল’ জয়ের তালিকায় গার্দিওলার সিটি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১১, ২০২৩, ১১:১২ এএম
‘ট্রেবল’ জয়ের তালিকায় গার্দিওলার সিটি

শনিবারের বিজয়ে ইউরোপের সবচেয়ে বড় পুরস্কার মিলেছে ম্যানচেস্টার সিটির। প্রিমিয়ার লিগ শিরোপা এবং এফএ কাপের শিরোপা জয়ের মাধ্যমে ট্রেবল পূর্ণ করা দ্বিতীয় ইংলিশ দল হয়ে উঠেছে সিটি। ট্রেবল ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের গর্ব ও অহংকার। কিন্তু এখন সেই কৃতিত্ব মিলেছে সিটিরও।

এবারের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ জিতল পেপ গার্দিওলার সিটি। অষ্টম দল হিসেবে ট্রেবল জয়ের রেকর্ড গড়ল পেপ গার্দিওলার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে এই রেকর্ড গড়ল তারা। 

ট্রেবল জয়ের ঘটনা ঘটল দশমবারের মতো। সর্বোচ্চ দুইবার করে ট্রেবল জিতেছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। গার্দিওলার অধীনেই ২০০৮-০৯ মৌসুমের ট্রেবল জিতেছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তখন পেপ জিতেছিলেন লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগ।

ট্রেবল জয়ের রেকর্ড:

বার্সেলোনা- ২ (২০০৮-০৯,২০১৪-১৫)
বায়ার্ন মিউনিখ- ২ (২০১২-১৩,২০১৯-২০) 
আয়াক্স- ১ (১৯৭১-৭২)
সেলটিক- ১ (১৯৬৬-৬৭)
ইন্টার মিলান- ১ (২০০৯-১০)
ম্যানচেস্টার ইউনাইটেড- ১ (১৯৯৮-৯৯) 
পিএসভি- ১ (১৯৮৭-৮৮) 
ম্যানচেস্টার সিটি- ১ (২০২২-২৩)

Link copied!