• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, এক বছর পর মাঠে নামতে যাচ্ছেন নেইমার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ০২:১৫ পিএম
ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, এক বছর পর মাঠে নামতে যাচ্ছেন নেইমার
নেইমার। ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের বড় তারকা লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ডসহ অনেকেই মাঠ কাঁপাচ্ছেন। দৃশ্যপটে নেই শুধু নেইমার জুনিয়র। ব্রাজিলের এই তারকার খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছে কোটি কোটি দর্শক। অবশেষে দীর্ঘ ঠিক এক বছর পর তার মাঠে ফেরার সুখবর পাওয়া গেল। হয়তো এই খবরে নড়েচড়ে বসবে ফুটবল দর্শকরা।

গত ১৭ অক্টোবর মাঠের বাইরে থাকার এক বছর পূর্ণ হয়েছে সুপারস্টার নেইমারের। এসিএল (অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) ইনজুরি কাটিয়ে তিনি কবে নাগাদ মাঠে ফিরবেন, এমন প্রশ্নে উত্তর মিলছিল না অনেকদিন ধরে। অবশেষে সেই সুসংবাদ দিলেন নেইমারের সৌদি আরবের ক্লাব আল-হিলালের কোচ জর্জ জেসুস।

শুক্রবার সৌদি চ্যাম্পিয়নশিপের ম্যাচে আল-হিলাল জয় নিয়ে মাঠ ছাড়ার পর এ নিয়ে কথা বলেছেন এই পর্তুগিজ কোচ। নেইমার পুরোপুরি ফিট এবং ক্লাবের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন বলেও তিনি জানিয়েছেন। আগামী সোমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-আইনের বিপক্ষে খেলতে দেশটিতে উড়াল দেবে আল-হিলাল। সেই দলে থাকবেন নেইমারও, সব ঠিক থাকলে ওই ম্যাচেই দলের ব্রাজিলিয়ান তারকাকে ফের মাঠে দেখা যাবে।

সৌদি চ্যাম্পিয়নশিপে শুক্রবার আল ফেইহাকে ৩-০ গোলে হারিয়েছে আল-হিলাল। এরপর সংবাদ সম্মেলনে কোচ জর্জ জেসুস বলেন, ‘নেইমার সোমবারের ম্যাচের জন্য স্কোয়াডের সঙ্গে আরব আমিরাতের বিমানে উঠবেন। আজ (শুক্রবার) তার ইনজুরির এক বছর পূর্ণ হয়েছে এবং তিনি বর্তমানে পুরোপুরি ফিট।’

আল-হিলাল কোচ বলেন, ‘আমরা দেখব আল-আইন ম্যাচে তাকে একাদশে রাখা যায় কি না। যদি সবকিছু ঠিকঠাক থাকে, সে লিস্টে (দলে) থাকবে।’

২০২৩ সালের আগস্টে পিএসজি ছেড়ে সৌদি ক্লাবটিতে যোগ দিলেও, মাত্র ৫টি ম্যাচ খেলেছেন এই তারকা ফরোয়ার্ড। তাদের ক্যাম্পে থেকেই এতদিন চোটের পুনর্বাসন করেছেন নেইমার।

নেইমার যদি সোমবার ক্লাব জার্সিতে খেলতে পারেন, তাহলে নভেম্বর উইন্ডোতে ব্রাজিল দলেও ডাক পাওয়া প্রায় নিশ্চিত নেইমারের। সেখানে বিশ্বকাপ বাছাইপর্বে দেখা যাবে জনপ্রিয় এই ফুটবল তারকাকে।

Link copied!