• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জার্মানীর বিশ্বকাপজয়ী তারকা হোয়েলজেনবেইন আর নেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪, ০৭:০৯ পিএম
জার্মানীর বিশ্বকাপজয়ী তারকা হোয়েলজেনবেইন আর নেই
বিশ্বকাপ ট্রফি সহ বার্নড হোয়েলজেনবেইন। ছবি : সংগৃহীত

পঞ্চাশ বছর আগে ১৯৭৪ সালের বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতেছিল জার্মানী। ফাইনালে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়েছিল দলটি।

জার্মানীর শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ফাইনালে ১৭ নম্বর জার্সি পরিহিত লেফট উইংগার বার্নড হোয়েলজেনবেইন। সেই তারকা খেলোয়াড় পৃথিবীর মায়া ত্যাগ করে ৭৮ বছর বয়সে মারা গেছেন।

মঙ্গলবার তার সাবেক ক্লাব আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্ট এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে।

দেশের মাটিতে বিশ্বকাপ জয়ী জার্মান স্কোয়াডে থাকা হোয়েলজেলবেইন ফ্রাঙ্কফুর্টের সঙ্গে তিনটি জার্মান কাপ জিতেছেন, এছাড়া ১৯৮০ সালে জিতেছেন উয়েফা কাপও। ১৯৬৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ফ্রাঙ্কফুর্টের হয়ে ৫৩২ ম্যাচে রেকর্ড ২১৫ গোল করেছিলেন হোয়েলজেলবেইন।

ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাক্সেল হেলমান সহমর্মিতা প্রকাশ করে বলেন,  ‘আমরা শুধু একজন ক্লাবের অন্যতম বড় আইকনকেই হারাচ্ছি না। একজন বিশ্বস্ত সহকর্মী ও প্রিয় বন্ধুকেও হারালাম।’

Link copied!