ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জার্মানির মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড। ম্যাচে অনুমিত ভাবেই জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।
শক্তির বিচারে পিছিয়ে থাকা স্কটল্যান্ডকে হারিয়েছে ৫-১ গোলের বড় ব্যবধানে।
আলিয়াঞ্জ অ্যারেনায় শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে জার্মানি। একের পর এক আক্রমণে স্কটল্যান্ডের রক্ষণকে ব্যস্ত রাখেন জার্মান ফুটবলাররা।
ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় জার্মানি। ইয়োশুয়া কিমিখের ক্রস থেকে জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন ফ্লোরিয়ান ভাইর্টজ। স্কটল্যান্ডের গোলরক্ষক অ্যাঙ্গাস গুনের হাত ছুঁয়ে বল জালে জড়ায়। ৯ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন জামাল মুসিয়ালা। হাভার্টজের জোগান দেওয়া বল থেকে জাল খুঁজে নেন তিনি।
২৬ মিনিটে বক্সের ভেতর জামাল ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিএআরে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল হয়।
৪৪ মিনিটে আবারও পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এবার ভিএআরের সাহায্যে স্কটল্যান্ডের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত আসে। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি কাই হাভার্টজ।
দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে জার্মানরা। ৬৮ মিনিটে গোলের হালি পূর্ণ করেন নিকলাস ফুলক্রুগ। সতীর্থের বাড়ানো বল বক্সের ভেতর থেকে জোরালো শটে দূরের পোস্টের টপ কর্নার দিয়ে বল জালে জড়ান তিনি।
স্কটল্যান্ড মূল সময় শেষ হওয়ার তিন মিনিট আগে ব্যাবধান কমায়। আন্তোনিও রুডিগার করেন আত্মঘাতী গোল। ফ্রি কিক থেকে স্কট ম্যাককেন্নার হেড বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালেই বল জড়ান তিনি।
তবে এমেরি কান তিন মিনিটের ইনজুরি টাইমের শেষ মুহূর্তে করেন দলের পঞ্চম গোল। ছোট ডি বক্সের সামনে থেকে উঁচু শটে গোলপোস্টের ডান দিক দিয়ে জালে বল জড়ায়।