২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মতো দল জার্মানির বিধ্বংসী রূপ দেখেছিল। সেবার জার্মানরা ৭-০ গোলে ব্রাজিলকে হারিয়েছিল। এবার জার্মানদের সেই রূপ ফের দেখলো বসনিয়া।
শনিবার রাতে নিজেদের মাটিতে জার্মানি ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারাল অতিথি দল বসনিয়াকে।
পুরো ম্যাচে বসনিয়ান খেলোয়াড়রা শুধুমাত্র জার্মানির আক্রমণ ঠেকাতেই ব্যস্ত ছিল। ফলে তারা আর পাল্টা আক্রমণ করার সুযোগই পায়নি।
উয়েফা নেশন্স লিগের এ-৩ গ্রুপ থেকে জার্মানরা আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। তাই এই ম্যাচটা ছিল আনুষ্ঠানিকতা মাত্র। তারপরও জার্মানি মাঠে কোনো প্রকার ছাড় দেয়নি বসনিয়াকে।
ম্যাচে বিজয়ী দলের পক্ষ থেকে জোড়া গোল করেন ক্লেইনডিয়েনস্ট ও ভিরটজ। আর একটি করে গোল করেন জামাল, সানে ও হাভেরটজ।
জার্মানি ১৩ পয়েন্ট পেয়েছে ৫ ম্যাচ থেকে। আগামী মঙ্গলবার তারা হাঙ্গেরিতে যাবে গ্রুপের শেষ ম্যাচ খেলতে। এই গ্রুপ থেকে নেদারল্যান্ডস দ্বিতীয় স্থান অধিকার করে শেষআটে উঠেছে।