• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনাকে কাঁদিয়ে ফাইনালে জার্মানি   


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৩, ০৫:৩৮ পিএম
আর্জেন্টিনাকে কাঁদিয়ে  ফাইনালে জার্মানি   
সেমিফাইনাল থেকে বিদায় নিল আর্জেন্টিনা। ছবি : ফিফা

বছর খানেক লিওনেল মেসিরা জিতেছে বিশ্বকাপ ফুটবল। তাদের সেই অণুপ্রেরণা নিয়ে খেলতে আসা আর্জেন্টিনার যুবারা বিদায় নিল সেমিফাইনাল থেকে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে  টাইব্রেকারে হেরে বিদায় নিতে হলো আলবেসিলেস্তাদের।  মঙ্গলবার (২৮ নভেম্বর) ইন্দোনেশিয়ার সুরাকার্তায় ম্যাচটি নির্ধারিত সময়ে শেষ হয় ৩-৩ গোলে। জার্মানির হয়ে জোড়া গোল করেন প্যারিস ব্রুনার ও ১টি গোল করেন ম্যাক্স মোরস্টেড। আর আর্জেন্টিনার হয়ে তিনটি গোলই করেন অগাস্টিন রবার্তো। খেলা ড্র হওয়ায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারের। যেখানে ৪-২ ব্যবধানে জয় পায় জার্মানি।

ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে গিয়েছিল জার্মানিই। দ্রুতগতির কাউন্টার অ্যাটাকে আর্জেন্টাইন বক্সে চলে যান জার্মান মিডফিল্ডার ডারউইচ। তার পা থেকে বল যায় ব্রুনারের পায়ে। আর্জেন্টাইন ডিফেন্ডার গোরোসিতোকে পাশ কাটিয়ে দুরূহ কোণাকোণি শট নেন প্যারিস ব্রুনার। বুরুশিয়া ডর্টমুন্ডে খেলা এই উইঙ্গারের গোলে লিড পায় জার্মানি। 

গোল খেয়ে জার্মানির উপর আরও চেপে বসে আর্জেন্টিনা।  গোরোসিতোর মাপা ক্রস থেকে দলকে সমতায় ফেরান রবার্তো। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আবারও গোলের দেখা পান তিনি। তাতে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনার যুবারা। 

এরপর দ্বিতীয়ার্ধের দারুণ এক প্রত্যাবর্তন ঘটায় জার্মানি। গোলরক্ষকের ভুলে বল পেয়ে ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত ফিনিশে জার্মানিকে সমতায় ফেরান ব্রুনার। এরপর আর্জেন্টিনার বিপদ আরও বাড়ে ম্যাক্স মোরেশডাটের গোলে। 

লিড নেওয়ার পর উচ্ছ্বসিত জার্মািনি ফুটবলাররা। ছবি : ফিফা

আর্জেন্টিনার হার যখন সময়ের ব্যাপার তখনই আরো একবার দলকে পথ দেখান রুবের্তো। যোগ করা ৮ মিনিটের শেষ সময়ে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন দ্য জায়ান্ট খ্যাত এই তরুণ। 

টাইব্রেকারে আর্জেন্টিনার দুটি শট রুখে দিয়েছেন জার্মান গোলরক্ষক কনস্টানটাইন হেইডে। ছবি : ফিফা


টুর্নামেন্টের ফরম্যাট মেনে খেলা চলে যায় টাইব্রেকারে। যেখানে নায়ক বনে যান জার্মান গোলরক্ষক কনস্ট্যান্টিন হেইডি। আর্জেন্টিনার প্রথম দুই শট ঠেকিয়ে দলকে অনেকটাই এগিয়ে দেন। গোল মিস করেছেন অধিনায়ক এচেভেরিও। শেষ পর্যন্ত ৪-২ গোলের টাইব্রেকারের হারে ফাইনালের স্বপ্নভঙ্গ হলো আর্জেন্টিনার।

Link copied!