বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে পরাজিত করেছে। হোয়াইটওয়াশ করেছে পাকিস্তানকে।
এতে ভারত যে চিন্তায় পড়ে গেছে বাংলাদেশ দলকে নিয়ে তার প্রমাণ, তারা বেশ শক্তিশালী দল ঘোষণা করেছে সাকিবদের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য। রোহিত শর্মার নেতৃত্বে দলে রয়েছেন বিরাট কোহলি, শুভমান গিল, যশস্বী জয়সোয়াল, যশপ্রীত বুমরাহসহ নামীদামী সব খেলোয়াড়ই।
এদিকে, ভারতের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটার সৌরভ গাঙ্গুলি এক অনুষ্ঠানে বলেছেন, ‘বাংলাদেশ হয়তো পাকিস্তানে গিয়ে ভালো করেছে, কিন্তু ভারতে তারা পাত্তাই পাবে না। ভারত দেশের মাটি কিংবা বিদেশের মাটি সব জায়গায় শক্তি দেখানোর ক্ষমতা রাখে।’
তবে তার কথার সঙ্গে একমত নন বর্তমান দলের তারকা ব্যাটার শুভমান গিল। তিনি বাংলাদেশের বর্তমান দলটির ভূয়সী প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বাংলাদেশের বোলিং ও মিডলঅর্ডার ব্যাটাররা দারুণ খেলে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। বাংলাদেশ দলকে আমি কুর্নিশ করি।’