• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

মিরাজকে ভবিষ্যতের সাকিব বললেন হাথুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০৫:২৯ পিএম
মিরাজকে ভবিষ্যতের সাকিব বললেন হাথুরু
হাথুরুসিংহে ও মিরাজ। ছবি: সংগৃহীত

তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে অনেকেই দেখছেন নতুন দিনের সাকিব আল হাসান হিসেবে। ব্যাটে বলে দুইজনেই বেশ পারদর্শী। খেলার মাঠে দুজনের অ্যাপ্রোচেও খুব একটা তফাৎ নেই। মিরাজের মধ্যে তাই ভবিষ্যতের সাকিবের ছায়া দেখছেন অনেকেই। এবার টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও তেমন দাবি করলেন।

আসন্ন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে আছেন সাকিব। মঙ্গলবার চেন্নাইয়ে হাথুরুসিংহে আলাদা করে জানালেন সাকিবের কথা।

হাথুরুসিংহে বলছিলেন, ‘যখনই সে (সাকিব) দলে থাকে, বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ভূমিকা রাখে। যেভাবে আমরা দলে ভারসাম্য আনতে চাই, সে থাকলে সেই কাজটা অবশ্যই সহজ হয়ে যায়।  আমরা যে একজন বাড়তি বোলার বা একজন বাড়তি ব্যাটসম্যান খেলাতে চাই, সেটা তার অলরাউন্ড সামর্থ্যের জন্যই পারি। সে শুধু ওই  সমন্বয়টাই সহজ করে না, নিজের বিশাল অভিজ্ঞতাটাও যোগ করে।’

সাকিবকে নিয়ে হাথুরু আরো বলেন, ‘সে সম্ভবত এ মুহূর্তে সবচেয়ে লম্বা ক্যারিয়ারের আন্তর্জাতিক খেলোয়াড় আর এখন তো সে কাউন্টি ম্যাচ খেলে এসেছে। তার শারীরিক অবস্থাও ভালো। তাই শুধু স্কিল দিয়ে নয়, অন্যান্য দিক থেকেও দলের জন্য অনেক কিছু নিয়ে আসবে।’

সাকিবের ভূমিকা পরবর্তীতে কে নেবেন? এই সময় মিরাজের কথা জানিয়ে হাথুরু বলেন, ‘আমার কাছে সে (মিরাজ) গত পাঁচ বা ছয় বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার। সত্যিকার অর্থেই সে (ভবিষ্যতে) সাকিবের ভূমিকা নেওয়ার জন্য তৈরি। সে তার ব্যাটিং তো বটেই, নিশ্চিত করেই যেটা তার বড় শক্তির জায়গা, সেই বোলিংয়েরও উন্নতি ঘটিয়েছে। এখন সে নিজের ব্যাটিংয়ের উন্নতি ঘটিয়েছে। সে অসাধারণ এককজন ফিল্ডারও।’

Link copied!