চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে তখন সেটা ছিল ২০২৫ সালের আসরের আয়োজক দেশ পাকিস্তানে। ট্রফি প্রদর্শন মঞ্চে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির হন সর্বকালের অন্যতম বিশ্বসেরা পেসার ওয়াসিম আকরাম। দর্শকদের মাঝে ট্রফি তুলে ধরে দেখালেন তিনি। সেখানেই বড় এক মন্তব্য করেন পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার।
যদিও আইসিসি এখনও পর্যন্ত সরকারিভাবে জানায়নি টুর্নামেন্ট কোথায় এবং কীভাবে আয়োজন হবে। তবে আকরাম আশাবাদী চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে পাকিস্তানেই আয়োজন হবে বলে। ইতোমধ্যেই ভাইরাল হয়েছে তার বক্তব্যের ভিডিও।
অনেক দিন ধরেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে পিসিবি ও বিসিসিআই এর মধ্যে দড়ি টানাটানি চলছে। পিসিবি চায়, পুরো টুর্নামেন্ট নিজেদের দেশে আয়োজন করতে। অন্য দিকে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা সে দেশে খেলতে যাবে না। এরকম পরিস্থিতিতে ওয়াসিম আকরামের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানে আকরাম বলেন, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আবেগ হল খাঁটি পাকিস্তানি আবেগ। এটা হল চ্যাম্পিয়ন্স ট্রফি, যা আগামী বছর আমাদের দেশে আয়োজিত হবে।’ পরবর্তীতে তিনি আরও বলেন, ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির পুরোপুরি আয়োজন করতে প্রস্তুত।’
এই মুহূর্তে বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী হাইব্রিড মডেলেই আয়োজন হবে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত নিরাপত্তার ইস্যু দেখিয়ে পাকিস্তান সফরে যাবে না বলে আগেই জানিয়েছিল।
জানা গেছে, আইসিসি এক বৈঠকে ঠিক করেছে পাকিস্তানের পাশাপাশি দুবাইকে আয়োজক হিসেবে বেছে নেওয়া হবে। ভারত তাদের ম্যাচগুলো সেখানেই খেলবে। এছাড়াও সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলোও সেখানেই আয়োজন করা হবে। এই বিষয়টি নিয়ে ঐক্যমতে পৌঁছেছে সব পক্ষই। তবে আরও একটি শর্ত দিয়েছিল পাকিস্তান।
তারা বলেছে, ভারত তাদের (পাকিস্তান) দেশে না এলে তারাও ঐ দেশে (ভারত) যাবে না, তা নাকি মেনে নিয়েছে বিসিসিআই। সেই ক্ষেত্রে ভারতে আয়োজিত ইভেন্টের ক্ষেত্রেও হাইব্রিড মডেল ব্যবহার করতে হবে।