বিশ্বকাপ জয়ের পর দেশের মাটিতে বিজয় র্যালি করেছে আর্জেন্টিনা। বুয়েনেস এইরেসে হওয়া ওই বিজয় র্যালিতে একটি পুতুলের মুখে এমবাপের ছবি বসিয়ে সবার নজর কেড়েছিলেন দেশটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ঘটনাটি মোটেও ভালোভাবে নেয়নি অনেক ফুটবল সমর্থক। এমিলিয়ানো মার্টিনেজের এমন কাণ্ডে ক্ষুব্ধ হয়ে ফিফার কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনায় হওয়া ওই বিজয় র্যালিতে এমবাপেকে ছোট করে উপস্থাপন করেছিলেন মার্টিনেজ। ওই ঘটনার পর মার্টিনেজকে ফুটবল বিশ্বের সবচেয়ে ঘৃণিত ফুটবলার তকমা দিয়েছে ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপজয়ী ফুটবলার আদিল রামি।
ফিফার কাছে অভিযোগ জানানোর বিষয়টির সত্যতা স্বীকার করে ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রিট বলেন, “খেলাধুলার প্রেক্ষাপটে মার্টিনেজের ঘটনাটি বাড়াবাড়ি বলে মনে হচ্ছে। এটা কোনোভাবেই আমার মাথায় ঢুকছে না।”
তিনি আরও বলেন, “বিষয়টি অনেক দূর গড়িয়েছে। এমবাপের এখনকার আচরণ অনুকরণীয়।”
এমবাপেকে নিয়ে এ ঘটনা ছাড়াও গোল্ডেন গ্লাভস পুরস্কার নেওয়ার পরে তার আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। গোল্ডেন গ্লাভস হাতে পাওয়ার পর অশ্লীল অঙ্গভঙ্গিতে বিষয়টি উদযাপন করেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ।
এমবাপেকে নিয়ে মার্টিনেজের এমন আচরণের শুরুটা বিশ্বকাপ ফাইনালের আগে। লুসাইলে মাঠে নামার আগে এমবাপের ফুটবল জ্ঞান কম আছে বলেও মন্তব্য করেছিলেন মার্টিনেজ। বিশ্বকাপের পর তো পুরো বিশ্বের কাছেই এমবাপেকে ছোট করেছেন মার্টিনেজ।