আইপিএলের ২০২৩ আসরে নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই তালিকায় ৪০৫ ক্রিকেটারকে রেখেছে বিসিসিআই। বাংলাদেশ থেকে সাকিব আল হাসান ছাড়াও এই তালিকায় আছেন লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন ধ্রুব।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বিসিসিআই। এই চার ক্রিকেটার ছাড়াও আইপিএলে দেখা যাবে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। তাকে ধরে রেখেছে তার দল দিল্লি ক্যাপিটালস।
আইপিএলের নিলামে সাকিবের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ রুপি। লিটন, তাসকিন ও আফিফের ক্ষেত্রে এই মূল্য ৫০ লাখ রুপি।
চলতি বছরের ১ ডিসেম্বর আইপিএলে নিলামে নাম দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে বিসিসিআই। সেখান থেকে কাটছাড় করে ৪০৫ জনের চূড়ান্ত তালিকা দিয়েছে। এই তালিকায় বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম ও স্পিনার নাসুম আহমেদের নাম নেই। তারা প্রাথমিক তালিকায় ছিলেন।
আইপিএলের নিলামে থাকা ৪০৫ ক্রিকেটারের মধ্যে ২৭৩ জন্য ভারতীয় ক্রিকেটার। বাকি ১৩২ জন আছে বিদেশি ক্রিকেটার। নিলামের তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে ১১৯ জনের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে।
নিলামে থাকা ৪০৫ ক্রিকেটারের মধ্যে দল পাবেন মাত্র ৮৭ জন। চলতি বছরের ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হবে এবারের নিলাম। সর্বশেষ নিলামে বাংলাদেশের সাকিব আল হাসানকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেনি কোনো দলই।