নতুন বছরের শুরুতেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯ম আসর। এই টুর্নামেন্টের আগে ফ্রাঞ্চাইজিগুলো নিজেদের মতো করে দল গুছিয়ে নিচ্ছে। সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্সের পর আলোচনায় এসেছে ফরচুন বরিশাল। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলকে চুক্তিবদ্ধ করেছে তারা।
শুক্রবার (২১ অক্টোবর) সাকিব আল হাসানকে নিজেদের দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভ্যারিফায়েড পেজে এই ঘোষণা দেয় তারা।
সাকিব আল হাসান ছাড়াও তিন বিদেশি ক্রিকেটারকে দলভুক্ত করেছে ফরচুন বরিশাল। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফরচুন বরিশালে যোগ দিবেন ক্রিস গেইল ও রাহকিম কর্নওয়েল।
দিন কয়েক আগেই টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিশতক করে হৈচৈ ফেলে দেওয়া রাহকিম কর্নওয়ালকে বেশ উচ্ছ্বসিত ফরচুন বরিশাল। এছাড়াও আফগান অলরাউন্ডার করিম জানাতকেও দলে ভেড়াচ্ছে তারা।
বিপিএলের ৮ম আসরেও ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতিয়েছিলেন সাকিব আল হাসান। সাথে ছিলেন ক্রিস গেইল ও করিম জানাত। পুরাতনদের উপরই ভরসা রাখছে তারা।
ফরচুন বরিশালের আগে রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স নিজেদের দল গোছানোর বিষয়টি প্রকাশ্যে এনেছিল। এর মধ্যে সিলেট স্ট্রাইকার্স রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের চুক্তিবদ্ধ খেলোয়াড় ও কোচিং স্টাফদের নাম জানিয়ে দিয়েছে।