মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবছর একটি প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া দুই ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা জানাতে এবারও প্রীতি ম্যাচ খেলবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা।
সোমবার (১৬ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শহীদ মুশতাক একাদশ এবং শহীদ জুয়েল একাদশ নামে দুই দলের হয়ে খেলতে নামবেন সাবেক ক্রিকেটাররা। টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১০টায়।
রোববার ১৫ জন করে দুই দলের স্কোয়াডও ঘোষণা করেছে বিসিবি।
শহীদ জুয়েল ছিলেন আজাদ বয়েজ ক্লাবের উদ্বোধনী ব্যাটার। খেলার মাঠের আক্রমণাত্মক এই ব্যাটার মুক্তিযুদ্ধের সময় ক্র্যাক প্লাটুনের হয়ে অস্ত্র হাতে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। কিন্তু শেষ পর্যন্ত পাক হানাদার বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন তিনি। শহীদ মুশতাক ছিলেন একজন দক্ষ ক্রীড়া সংগঠক। আজাদ বয়েজ ক্লাবের দায়িত্বে ছিলেন তিনি। তার এই প্রিয় কর্মস্থলের কাছেই ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন তিনি।
মুক্তিযুদ্ধের এই দুই বীরের স্মরণে ১৯৭২ সাল থেকে প্রতি বছর এই প্রীতি ম্যাচের আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ দলের সাবেক সব তারকাদের মিলনমেলা হয়ে থাকে এদিন। এবারও তার কমতি কিছু রাখেনি বিসিবি। রকিবুল হাসান থেকে শুরু করে গাজী আশরাফ হোসেন হয়ে মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খানরাও থাকবেন এই ম্যাচে।
শহীদ মুশতাক একাদশ
আব্দুল হান্নান সরকার, ফাহিম মুনতাসির সুমিত, গাজী আশরাফ হোসেন, হাসানুজ্জামান ঝড়ু, হাসিবুল হোসাইন শান্ত, খান আব্দুর রাজ্জাক, খন্দকার সাইদুল ইসলাম, মাহমুদুল হাসান রানা, আকরাম খান, মেহরাব হোসেন অপি, মিনহাজুল আবেদিন নান্নু, মোহাম্মদ আলী, মুশফিকুর রহমান বাবু, নাজমুল হোসেন, সাজ্জাদ আহমেদ শিপন।
শহীদ জুয়েল একাদশ
এ এস এম রকিবুল হাসান, এহসানুল হক সেজান, এনামুল হক মনি, হাবিবুল বাশার সুমন, হারুন অর রশিদ লিটন, ফয়সাল হোসেন ডিকেন্স, জাবেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রফিক, নেয়ামুল রশিদ রাহুল, সেলিম সাহেদ, সানাউর হোসোন, শাহরিয়ার নাফিস, তালহা জুবায়ের।