ড্যানি মরিসন ছিলেন নিউজিল্যান্ডের সাবেক টেস্ট ও ওয়ানডে পেসার। অত্যন্ত চমৎকার ব্যক্তিত্ব এই মরিসন বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার হিসেবে সারা বিশ্বে সুপরিচিত।
ঢাকার প্রথম পর্ব শেষে সিলেটে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের খেলা। এবারের আসরে দর্শকদের আশানুরূপ আগ্রহ দেখা যাচ্ছে। তাছাড়া মাঠের ক্রিকেটও জমে উঠেছে। বিপিএলের উন্মাদনা আরও বাড়াতে এবার আসছেন মরিসন।
বাংলাদেশের সাবেক ক্রিকেটার আতাহার আলী খানকে বলা হয় ভয়েস অব বাংলাদেশ। বিপিএলের ধারাভাষ্য প্যানেলে আতাহার ছাড়াও আছেন শামীম আশরাফ চৌধুরী, সমন্বয় ঘোষ ও মাজহার উদ্দিন অমি। বিদেশিদের তালিকায় টিনো মায়োয়ো, আমির সোহেল ও এইচডি আকারম্যানের সাথে আছেন স্যার কার্টলি আমব্রোস।
তবে সবচেয়ে বড় চমক হিসেবে আসছেন মরিসন। নিউজিল্যান্ডের এই ধারাভাষ্যকার গত কয়েক আসরে ছিলেন না বিপিএলে। শোনা যাচ্ছিল এবার আসবেন। যদিও ঢাকা পর্ব শেষ হয়ে সিলেট পর্ব শেষ হওয়ার পথে তবে এখনো দেখা নেই মরিসনের। কবে আসছেন তিনি, ভক্তদের আগ্রহ এখানেই। বিসিবি সূত্রে জানা গেছে, মরিসনকে দ্রুতই দেখা যাবে সিলেটে। সব ঠিক থাকলে আগামী ১২ জানুয়ারির ম্যাচ থেকেই কমেন্ট্রি প্যানেলে দেখা যাবে তাকে।
৪৮টি টেস্ট ও ৯৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মরিসন নিউজিল্যান্ডের হয়ে। টেস্টে ১৬০টি ও ওয়ানডেতে ১২৬টি উইকেট লাভ করেন তিনি তার ক্যারিয়ারে।