দারুণ কৃতিত্ব দেখালেন আরিনো সাবালেঙ্কা। টানা তৃতীয়বারের মতো বছরের প্রথম গ্রান্ড স্লাম টেনিস আসর অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে ফাইনালে উঠেছেন টানা দুইবারের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা।
বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে ঘনিষ্ঠ বান্ধবী স্পেনের পলা বাদোসাকে ৬-৪, ৬-২ সেটে হারিয়েছেন তিনি। লাইন বরাবর দুর্দান্ত এক ফোরহ্যান্ড শটে জয় নিশ্চিত করেন বেলারুশের এই তারকা।
দুই বান্ধবী একত্রে অনুশীলন করেন, কোর্টের বাইরে দুজন একসঙ্গে শপিংয়ে যান। আর সেমিফাইনালে মুখোমুখি হয়ে সাবালেঙ্কা হারালেন বাদোসাকে। এ নিয়ে ম্যাচ শেষে প্রশ্ন করা হলে সাবালেঙ্কা বলেছেন, এরপর শপিংয়ে গেলে পলা যাই কিনবে তিনি বিল পরিশোধ করবেন।
২৬ বছর পর প্রথম নারী হিসেবে টানা তিনটি অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সুযোগ এসেছে সাবালেঙ্কার সামনে। সর্বশেষ এই কীর্তি গড়েন সুইজারল্যান্ডের গ্রেট তারকা মার্টিনা হিঙ্গিস।
আরেক সেমিফাইনালে পোলিশ তারকা ইগা সুয়াতেকের মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিজ। শনিবার মেয়েদের এককের ফাইনাল।