কাতার বিশ্বকাপ

ফুটবলাররাও বিয়ের প্রস্তাব দিয়েছেন ভাইরাল মডেলকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০১:১১ এএম
ফুটবলাররাও বিয়ের প্রস্তাব দিয়েছেন ভাইরাল মডেলকে
ছবি: গেটি ইমেজস

চলতি বিশ্বকাপে মাঠের বাইরে আলোচনার টেবিল দখল করেছেন ক্রোয়েশিয়ার সাবেক মিস ও মডেল ইভানা নিল। ক্রোয়েশিয়ার প্রত্যেক ম্যাচেই তাকে গ্যালারিতে দেখা গেছে চলতি বিশ্বকাপে। সৌন্দর্যের কারণে এবারের বিশ্বকাপের ‘হটেস্ট’ ফ্যান হিসেবেও আখ্যা পেয়েছেন তিনি।

সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন অদ্ভুত এক ঘোষণা দিয়ে। সেমিফাইনালের আগে ঘোষণা দিয়েছিলেন, ক্রোয়েশিয়া যদি আর্জেন্টিনাকে হারাতে পারে, তাহলে নগ্ন হয়ে হাঁটবেন তিনি। যদিও ক্রোয়েশিয়া হেরে যাওয়ায় তার এই ঘোষণা কার্যকর করতে হয়নি।

তবে চলতি বিশ্বকাপ দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠে গেছেন এই ক্রোয়েশিয়ান মডেল। ইনস্টাগ্রামে আলোর গতির মতো ফলোয়ার বাড়ছে তার। বর্তমানে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ২৭ লাখের বেশি।

এমনকি ইনস্টগ্রামে ম্যাসেজ দিয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন অনেকে, যাদের মধ্যে বিশ্বকাপ খেলতে আসা ফুটবলাররাও আছেন। তাই বলে নিজেকে সস্তা মনে করতে রাজি নন ইভানা।

ইভানা বলেন,  “এখানে মজা করতে এসেছি। আমি দেখতে সুন্দরী, এই কারণেই অনেকে  হয়তো আমাকে পছন্দ করে। বিশ্বকাপে খেলা অনেক ফুটবলার আমাকে ইনস্টাগ্রামে বিয়ের প্রস্তাব দিয়েছে। কিন্তু আমি কারও সঙ্গে দেখা করতে আগ্রহী নই।”

কাতারের মতো রক্ষণশীল দেশে এরকম খোলামেলা পোশাকে চলাফেরা করায় সমালোচনার মুখে পড়লেও তাতে পাত্তা দিচ্ছেন না ইভানা। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচেও গ্যালারিতে দেখা যাবে তাকে।

Link copied!