• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

গোল করতে না পারায় ফুটবলারের অনাগত সন্তানকে হত্যার হুমকি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ১০:৩৭ এএম
গোল করতে না পারায় ফুটবলারের অনাগত সন্তানকে হত্যার হুমকি
কাই হাভার্টজ

সেদিন ভাগ্যটাই যে ছিল তার খারাপ, ফলে কোনো কিছু শেষ পর্যন্ত পক্ষে ছিল না কাই হাভার্টজের। হাভার্টজ শুধু নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে নয়, দলকে সাহায্য করতে পারতেন টাইব্রেকারে পেনাল্টি শুট আউটেও। কিন্তু সেখানে পারলেন না। আর তাতেই তার অনাগত সন্তানকে ‘জবাই’ করার মতো ভয়ংকর হুমকিও আসছে।

রোববার (১২ জানুয়ারি) রুদ্ধশ্বাস এক লড়াইয়ের পর টাইব্রেকারে হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে আর্সেনাল। সেদিন ম্যাচের অনেকটা সময় ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডকে পেয়েও শেষ পর্যন্ত জয়সূচক গোলটি আদায় করতে পারেনি এমিরেটসের ক্লাবটি। তবে ম্যাচের ফল ভিন্ন হতে পারত যদি আর্সেনাল ফরোয়ার্ড কাই হাভার্টজ একাধিক সহজ সুযোগ নষ্ট না করতেন।

দুই দল মিলিয়ে টাইব্রেকারে হাভার্টজই শুধু পেনাল্টি মিস করেছিলেন। আর জার্মান তারকার সেই মিসই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। টাইব্রেকারে ৫-৪ গোলে হেরে এফ এ কাপ থেকে বিদায় নেয় আর্সেনাল।

কাই হাভার্টজ ও তাঁর স্ত্রী সোফি

দলের হারে হাভার্টজের এমন পারফরম্যান্স স্বাভাবিকভাবেই মানতে পারছেন না অনেক আর্সেনাল সমর্থক। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে কিছু কিছু ক্ষেত্রে সেসব সমালোচনা সীমা ছাড়িয়ে রীতিমতো আঁতকে ওঠার মতো হুমকিতে রূপ নিয়েছে।

হাভার্টজ ও তার পরিবারকে উদ্দেশ্য করে আসা দুটি হুমকিমূলক পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন হাভার্টজের স্ত্রী সোফিয়া হাভার্টজ। যেখানে বাসায় এসে তার অনাগত সন্তানকে ‘জবাই’ করার মতো ভয়ংকর হুমকিও আছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের হুমকির জবাবে সোফিয়া লিখেছেন, ‘কেউ যদি মনে করে এমন কিছু লেখা স্বাভাবিক, তবে সেটা আমার জন্য বিশাল ধাক্কার মতো। আমি আশা করি, আপনি নিজেকে নিয়ে লজ্জিত হবেন।’

Link copied!