সিলেট থেকে :মাঠে প্রিয় দলের পতাকা নিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার ঘটনা মোটেও নতুন নয়। সাধারণত মাঠে যে দলগুলো খেলে, সেই দলের পতাকা নিয়ে মাঠে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার ঘটনা দেখা যায়। নারী এশিয়া কাপের ফাইনালে দেখা গেলো ভিন্ন চিত্র। এখনো প্রায় দুই মাস থাকলেও মাঠে দেখা যাচ্ছে ফুটবল বিশ্বকাপের দলগুলোর পতাকা।
শনিবার (১৫ অক্টোবর) নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও ভারত। পুরো টুর্নামেন্টে দর্শকখরা থাকলেও ফাইনালে অবশ্য ব্যতিক্রম ঘটনা। মাঠে রয়েছে উপচে পড়া দর্শক। পূর্ব গ্যালারিতে নেই দাঁড়ানোর কোনো জায়গা।
স্বাগতিক দেশ ফাইনালে না থাকলেও এমন উন্মাদনা খুব কম সময়ই দেখা যায়। টুর্নামেন্টের ফাইনালে গ্যালারিতে শ্রীলঙ্কার কোনো পতাকা না থাকলেও মাঠে দেখা গেছে ভারতের পতাকা। শুধু তাই নয়, আয়ারল্যান্ডের পতাকাকে উল্টো করে ধরে ভারতের পতাকা বানানোর চেষ্টাও দেখা গেছে গ্যালারিতে।
এই দুই ঘটনার বাইরে নজর কেড়েছে জার্মানি ও আর্জেন্টিনার পতাকা। সবসময়ই বাঙালির আবেগ ফুটবল। বিশ্বকাপ ফুটবলের আগে তাই সবসময়ই দেখা যায় বাঙালির উচ্ছ্বাস। সেই উচ্ছ্বাসের কিছুটা চোখে পড়েছে এশিয়া কাপের ফাইনালের মঞ্চে। আর্জেন্টিনা ও জার্মানির পতাকা নিয়েই খেলা দেখতে এসে পড়েছেন দুই দর্শক।
ফুটবলে নিজেদের প্রিয় দলের পতাকা নিয়ে মাঠে আসার কারণ জানতে তাইলে তাদেরকে কাছে পাওয়া যায় ভিন্নধর্মী উত্তর। দুইজনের ভাষ্যই ছিল, “কাতারে খেলা দেখতে যেতে পারবো না। তাই এখানে নিজেদের প্রিয় দলের সমর্থনে পতাকা উড়াচ্ছি।”
হাজারো দর্শকদের উন্মাদনার মধ্যেই টান টান উত্তেজনার কোনো ম্যাচ উপহার দিতে পারছে না দু’দল। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৬৫ রানে থেমেছে শ্রীলঙ্কার ইনিংস।