• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০, ১৭ রজব ১৪৪৬

মার্চ উইন্ডোকে সামনে রেখে ফুটবল দলের অনুশীলন শুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ০২:১৮ পিএম
মার্চ উইন্ডোকে সামনে রেখে ফুটবল দলের অনুশীলন শুরু
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত

গত বছর টানা দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। নেপালে সাফ শিরোপা জয়ের পর ছুটিতে যান নারী ফুটবলাররা। লম্বা ছুটি শেষে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নারী ফুটবলারদের ক্যাম্প। বাফুফে ভবনে এমনটাই জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। 

ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরছেন ১৩ জন ফুটবলার। আগামী শনিবারের মধ্যে ফেরার কথা বাকীদেরও।

এ নিয়ে বাফুফের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে (বুধবার) বাংলাদেশ মহিলা জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। আজকের মধ্যেই সবাই যোগ দেবে (ক্যাম্পে)। ৩১ জনকে আমরা ক্যাম্পে আসার জন্য বলেছি। আমার জানা মতে, এখন পর্যন্ত ১৩ জন এখানে (ক্যাম্পে) যোগ দিয়েছে, রাতের মধ্যেই আসবে (অন্যরা)। কয়েকজন খেলোয়াড় ব্যক্তিগত কাজে এবং চিকিৎসার জন্য ছুটি চেয়েছে। হয়ত তারা ১৮ তারিখের মধ্যে ফিরবে।’

নারীদের ক্যাম্প নিয়ে বাফুফের মনোভাব বরাবরই ইতিবাচক। তবে জাতীয় দলের খেলা নিয়ে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি। অন্তত সাফ জয়ের পর এই দীর্ঘ সময়ে, বিশেষ করে আগামী ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে জাতীয় দল কোনো ম্যাচ খেলতে পারছে না, এটা অনেকটাই নিশ্চিত। এবার ফেডারেশন পাখির চোখ করছে আসন্ন মার্চ উইন্ডোকে। সে কারণেই মেয়েদেরকে ক্যাম্পে ডাকা। 

সাধারণ সম্পাদকের কথায়, ‘আমরা পরিকল্পনা করছি মার্চ উইন্ডোতে ম্যাচ আয়োজন করার জন্য। ততদিন আমাদের এখানে সহকারী কোচ আছেন তাদের অধীনে অনুশীলন করবেন খেলোয়াড়েরা।’

তবে মার্চ উইন্ডোতে কার বিপক্ষে খেলার সম্ভাবনা জেগেছে এ নিয়ে জানতে চাইলে ইমরান হোসেন তুষার বলেন, ‘আমি এখনো স্পষ্টভাবে তেমন কিছু বলতে পারব না যে কোন দেশের সঙ্গে আমরা খেলবো। আমরা ১৩টা দেশকে ইনভাইটেশন পাঠিয়েছি। তো আমরা যখন ফিডব্যাক পাব… শর্টলিস্টেড হবে, তখন আপনাদের বলতে পারব।’

প্রায়শই কোনো ফিফা উইন্ডোর আগে এমন বক্তব্য শোনা যায় বাফুফের থেকে। তবে শেষ পর্যন্ত কতটা বাস্তবায়ন হয় সেটাই আপাতত দেখার অপেক্ষা।

মাঠের লড়াইয়ের আগে মেয়েরা মাঠের অনুশীলনও শুরু করতে পারছে না। কেননা নারী দলের কোচ জেমস পিটার বাটলার থাকবেন নাকি নতুন কোচ নিয়োগ হবে সেটি এখনো অনিশ্চিত। কদিন আগে অবশ্য পিটার বাটলারের থাকা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। 

 

 

খেলা বিভাগের আরো খবর

Link copied!