• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল তারকা কেইনের ‘হাফ সেঞ্চুরি’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ০৩:০৫ পিএম
ফুটবল তারকা কেইনের ‘হাফ সেঞ্চুরি’
হ্যারি কেইন। ছবি : সংগৃহীত

জার্মানি ফুটবল লিগ বুন্দেসলিগায় আরও একটি দাপুটে জয় পেল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইন একাই উড়িয়ে দিলেন অগসবার্গকে। হ্যাটট্রিক করেন ইংলিশ ফরোয়ার্ড। এতে অগসবার্গকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন।

আগের মতোই পয়েন্ট তালিকার শীর্ষে আছে বুন্দেসলিগায় চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত থাকা বায়ার্ন। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৯। দ্বিতীয় স্থানে থাকা আরবি লাইপজিগ থেকে ৮ পয়েন্ট এগিয়ে আছে তারা। লাইপজিগের পয়েন্ট ২১।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় দুটি গোল পেনাল্টি করেন কেইন। এ নিয়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ২৫টি পেনাল্টি শ্যুটআউটে সফল হন বায়ার্ন ফরোয়ার্ড। বাকি এক গোল স্বাভাবিকভাবেই করেন তিনি। চলতি মৌসুমে বুন্দেসলিগায় এ নিয়ে ১৪ গোল করলেন কেইন।

হ্যাটট্রিক করার ম্যাচে বুন্দেসলিগায় নতুন ইতিহাস গড়েছেন কেইন। দ্রুততম ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। অনরকম হাফসেঞ্চুরি হাঁকাতে কেইনকে খেলতে হয়েছে ৪৩ ম্যাচ। এর আগে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ৫০ ম্যাচে ৫০ গোল করেছিলেন পরবর্তীতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া নরওয়ের তারকা আর্লিং হালান্ড।

ম্যাচের ৬৩ মিনিটে ম্যাচের অচলাবস্থা ভাঙেন কেইন। ডি-বক্সের ভেতর অগসবার্গের ম্যাডস পেডারসনের হ্যান্ডবল হলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সুযোগ পেয়ে মোটেই ভুল করেননি কেইন। বায়ার্নকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে।

অত্রিরিক্ত সময়ে (৯০+২ মিনিট) ডি-বক্সের ভেতর অগসবার্গের কেভিন স্লটারবিকের বাজে ফাউলে আবারও পেনাল্টি পায় বায়ার্ন। স্লটারবিককে লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখান রেফারি। স্পটকিক থেকে সফল শ্যুটে বায়ার্নকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন কেইন।

অতিরিক্ত সময়ে (৯০+৫ মিনিট) হ্যাটট্রিক পূর্ণ করেন কেইন। লিয়ন গোরেজকার অ্যাসিস্টে কাছ থেকে দুর্দান্ত হেডে গোল অগসবার্গের জাল কাঁপান বায়ার্ন তারকা।

 

Link copied!