রিয়ালের ৪ খেলোয়াড় নিয়ে উয়েফার তদন্ত শুরু
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, আন্টোনি ও রুদ্রিগোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উয়েফা।এবারের আসরের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আতলেতিকোকে হারিয়ে উল্লাসে মাতে রিয়ালের ফুটবলাররা। ওয়ান্দা মেত্রোপোলিতানোতে সেদিন সমর্থকদের সঙ্গে বিজয় উদযাপন করতে গিয়ে দর্শকদের সামনে অশোভন অঙ্গভঙ্গি করার অভিযোগ এসেছে এই চার খেলোয়াড়ের