অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখেছে আয়ারল্যান্ড। শুক্রবার দক্ষিণ আফ্রিকার ব্লোমফন্টেইনে আসরের পঞ্চদশ বিশ্বকাপের উদ্বোধনী দিনের এক ম্যাচে আইরিশরা ৭ উইকেটে মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করে।
উদ্বোধনী দিনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হলেও ফলাফল প্রথম আসে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড ম্যাচের।
ম্যাচে যুক্তরাষ্ট্রের মাত্র ১০৫ রানের জবাবে আয়ারল্যান্ড মাত্র ২২.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৯ রান করে। অর্থাৎ ১৬৩ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে আয়ারল্যান্ড।
যুক্তরাষ্ট্রের ইনিংসে খুশ ভালালা অপরাজিত ২২, পার্থ প্যাটেল ১৩, আমোঘ আরপাল্লি ১১, রায়ান ভাগানি ৯, আর. রমেশ ৯, প্রনব সেত্তিপালায়ম ৮ এবং সুব্রমানিয়ান ৮ রান করেন।
আইরিশ বোলারদের মধ্যে রবেন উইলসন ও অলিভার রিলে ৩টি করে এবং জন ম্যাকনেলি ২টি উইকেট পান।
আয়ারল্যান্ডের ইনিংসে রায়ন হান্টার অপরাজিত ৫০ রান করেন ৫টি চারের সাহায্যে। এছাড়া, ফিলিপস লে রক্স অপরাজিত ২৩ ও কাইন হিল্টন ২৩ রান করেন।
যুক্তরাষ্ট্রের আরিয়া গার্গ ২টি এবং ভালালা ১টি উইকেট লাভ করেন।
ম্যাচসেরা হন বিজয়ী দলের অলিভার রিলে।