• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অবস্ট্র্যাক্ট দ্য ফিল্ড আউট হওয়া প্রথম বাংলাদেশি মুশফিক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩, ০২:১৩ পিএম
অবস্ট্র্যাক্ট দ্য ফিল্ড আউট হওয়া প্রথম বাংলাদেশি মুশফিক
যেভাবে আউট হন মুশফিক। ছবি : সংগৃহীত

ক্রিকেটে আমরা সাধারণত বুঝি বা শুনে আসছি বোল্ড আউট, ক্যাচ আউট, রান আউট, স্ট্যাম্প আউটের কথা। কিন্তু এর বাইরেও ক্রিকেটে রয়েছে আরও অনেক ধরনের আউট। যেটা ঘটলেই খবরে পরিণত হয়। বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার কাম উইকেটকিপার ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম অচেনা এক আউটে মাঠ ছেড়েছেন বুধবার।   

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ব্যাট করতে গিয়ে মুশফিক আউট হলেন হাত দিয়ে বল আটকানোর অপরাধে। নিউজিল্যান্ডের বোলার কাইল জেমিসনের বল সলিড ডিফেন্স করেছিলেন মুশফিক। এরপর অহেতুক বলটি ডান হাত দিয়ে ধরে ফেলেন। 
নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা এতে ‘অবস্ট্র্যাক্ট দ্য ফিল্ড’ আউটের আবেদন করেন। তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এমন আউট হলেন মুশফিক। সব মিলিয়ে অবশ্য বিশ্ব ক্রিকেটে তার আগে এমন বিচিত্র আউট হয়েছিলেন আরও অনেকেই। 

আইসিসির নিয়ম অনুযায়ী, ব্যাটের স্পর্শ এবং প্রতিপক্ষ দলের ফিল্ডিংয়ের সম্মতি ছাড়া যদি ব্যাটার ইচ্ছাকৃতভাবে কোনো বলে স্পর্শ করেন তাহলে সেটি ‘হ্যান্ডেল্ড দ্য বল’ আউটের জন্য বিবেচিত হবে। তবে ২০১৭ সালে এমন আউটের বিধান বিলুপ্ত করে দেওয়া হয়। বর্তমানে ‘হ্যান্ডেল্ড দ্য বল’কে ‘অবস্ট্র্যাক্ট দ্য ফিল্ড’ হিসেবেই বিবেচনা করা হয়। অবস্ট্র্যাক্ট দ্য ফিল্ড আউটের বিধান হিসেবে বলা হয়েছে, ফিল্ডার দ্বারা 

ছোড়া বল উইকেটরক্ষকের হাতে পৌঁছানোর আগে ব্যাটার যদি ইচ্ছাকৃতভাবে সেটিকে বাধা দেন, তাহলে এ ধরনের আউটের পর্যায়ে পড়বেন।
 

Link copied!