• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

সাকিবকে নিয়েই পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ০৮:০৩ পিএম
সাকিবকে নিয়েই পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা
বাংলাদেশ টেস্ট দল। ছবি : সংগৃহীত

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ, স্বাভাবিক হচ্ছে ক্রীড়াঙ্গনও। পাকিস্তানের সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য অবশেষে ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার সন্ধ্যায় এই দল ঘোষণা করা হয়।

শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত দলে রাখা হয়েছে সাকিব আল হাসানকে। তিনি সরাসরি যোগ দেবেন পাকিস্তানে। এ ছাড়া দীর্ঘ বিরতির পর সাদা পোশাকের দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা বেশিরভাগ ক্রিকেটারই জায়গা পেয়েছেন পাকিস্তান সফরের দলে।

এই সিরিজ খেলতে ১৭ আগস্ট পাকিস্তানে যাওয়ার কথা ছিল নাজমুল শান্তর দলের। তবে দেশের নিরাপত্তা শঙ্কার কারণে অনুশীলনে উপস্থিত হতে পারছেন না কোচিং স্টাফরা। এ কারণে ১২ আগস্ট পাকিস্তানে চলে যাচ্ছে বাংলাদেশ দল। ১৭ আগস্ট ইসলামাবাদে গিয়ে ১৮-২০ আগস্ট অনুশীলন করবেন।

এরই মধ্যে এই সিরিজের জন্য অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে, বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, সহকারী কোচ নিক পোথাস, ব্যাটিং কোচ ডেভিড হেম্প ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশে আসতে পারছেন না।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ।

Link copied!