সাদা পোশাকে ঘরোয়া ক্রিকেটের একমাত্র ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। সর্বশেষ মৌসুমের মতো এবারও এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটিতে হবে ওয়ানডে ফরম্যাট। মঙ্গলবার (১৫ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রুদ্ধদার প্লেয়ার ড্রাফট থেকে পছন্দমত খেলোয়াড় বেছে নিয়ে দল তৈরি করেছে ফ্রাঞ্চাইজিগুলো।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হয় বিসিএলের প্লেয়ার ড্রাফট। ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই লিগে অংশ নেওয়া দলগুলো নিজেদের পছন্দমত ক্রিকেটার বেছে নিয়েছে। ওয়ানডে ফরম্যাটের পর অনুষ্ঠিত হবে লঙ্গার ভার্সন। ভারত সিরিজ সামনে থাকায় প্রস্তুতির জন্য রঙিন পোশাকের বিসিএলে খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা।
বিসিএলের প্লেয়ার ড্রাফট চলাকালীন ক্রিকেটাররা ব্যস্ত জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)। এবারই প্রথমবারের মতো এনসিএলে ডিউক বলের ব্যবহার করা হচ্ছে। তবে বিসিএলে আবারও কোকাবুরা বলে ফিরে যাবে বিসিবি।
সাদা কিংবা লাল, যে বলই হোক বাংলাদেশে সাধারণত কোকাবুরা বলই ব্যবহার করা হয়। শুধুমাত্র এনসিএলেই এবার ডিউক বল ব্যবহার করা হয়েছে।
বিসিএলে এবার অংশ নিবে চার দল। ওয়ালটন সেন্ট্রাল জোন, ইসলামি ব্যাংক ইস্ট জোন, বিসিবি নর্থ জোন ও বিসিবি সাউথ জোন। প্রত্যেকটি দলই আগের আসর থেকে ছয় জন করে ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পেয়েছিল। প্লেয়ার ড্রাফট থেকে দলগুলো নতুন করে নয়জন করে ক্রিকেটারকে দলে নিয়েছে।
সেন্ট্রাল জোন-
মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, হাসান মুরাদ, রবিউল হক, হাসান মাহমুদ, নাহিদুল ইসলাম, মমিনুল হক, আব্দুল মজিদ, সুমন খান, জাকের আলি অনিক, সালমান হোসেন, তাইজুল ইসলাম ও মুশফিক হাসান।
ইসলামি ব্যাংক ইস্ট জোন-
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলি রাব্বি, ইমরুল কায়েস, শেখ মাহেদি, রেজাউর রহমান রাজা, ইবাদত হোসেন, আশিকুর জামান, প্রিতম কুমার, মাহমুদুল হাসান জয়, রুবেল হোসেন, নাবিল সামাদ ও শরিফুল্লাহ।
বিসিবি সাউথ জোন-
এনামুল হক বিজয়, নাসুম আহমেদ, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, মেহেদি হাসান মিরাজ, জাকির হাসান, শরিফুল ইসলাম, নাঈম ইসলাম, নাঈম শেখ, নাসির হোসেন, কামরুল ইসলাম রাব্বি, তানজিম হাসান সাকিব, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, রিশাদ হোসেন।
বিসিবি নর্থ জোন-
মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, আকবর আলি, রাকিবুল হাসান, সাইফ হাসান, ফজলে মাহমুদ, শাহাদাত হোসেন দিপু, শামীম পাটোয়ারি, তানজিদ হাসান তামিম, শফিকুল ইসলাম, রিপন মন্ডল ও নাঈম হাসান।