নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইংল্যান্ডের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪, ১১:৪৬ পিএম
ইংল্যান্ডের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের
সোবহানা মুশতারির ব্যাটিং আশা জাগিয়েছিল বাংলাদেশকে। ছবি: সংগৃহীত

সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড দল বাংলাদেশের বিপক্ষে তীব্র লড়াই করে শেষ পর্যন্ত ২১ রানে জয়লাভ করেছে। ইংল্যান্ডকে স্বল্প রানে আটকে দিয়েও কাঙ্খিত জয় পেল না বাংলাদেশ। 

শনিবার চলতি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের  ‍‍‘বি‍‍’ গ্রুপের এক খেলায় ইংল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১১৮ রান করে। জবাবে বাংলাদেশ সোবহানা মুশতারির অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে জয়ের সম্ভাবনা সৃষ্টি করেও হারল। বাংলাদেশ ২০ ওভারে ৯৭ রান করে। 

২০০৯ সালের চ্যাম্পিয়ন ও তিনবারের রানার্সআপ ইংল্যান্ডের হয়ে ড্যানি ওয়েট ৪১ ও মাইয়া বুচার ২৩ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা, ফাহিমা ও রিতু মনি ২টি করে এবং রাবেয়া ১টি উইকেট লাভ করেন। 

বাংলাদেশের ইনিংসে সেবহানা ৪৪ রান করেন ৪৮ বলে ১টি করে ছক্কা ও বাউন্ডারির সাহায্যে। দলের হয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১৫ রান করেন। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ১৬ রানে স্কটল্যান্ডকে পরাজিত করে। 

গ্রুপে ইংল্যান্ড, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সমান ২ পয়েন্ট করে পেয়েছে। তবে বাংলাদেশ খেলেছে ২ ম্যাচ। আর ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা খেলেছে ১টি করে ম্যাচ। বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে হলে বাকি দুটি ম্যাচে জয় পেতেই হবে।

Link copied!