ফিফা বর্ষসেরা: মেসি, এমবাপে, নেইমার শীর্ষে, নেই রোনালদো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩, ১২:০৪ পিএম
ফিফা বর্ষসেরা: মেসি, এমবাপে, নেইমার শীর্ষে, নেই রোনালদো

লিওনেল মেসি গত মাসে আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা জয়ের নেতৃত্ব দিয়েছেন। স্বাভাবিকভাবেই ফিফার সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য ১৪ জনের সংক্ষিপ্ত তালিকার প্রথম দিকেই থাকবেন তিনি।

তবে বর্তমান সময়ের আরেক তারকা ক্রিস্টিয়ানো রোনালদো কাতারে গত বিশ্বকাপে খারাপ পারফর্ম্যান্সের কারণে চলমান মৌসুমে মনোনীতদের দীর্ঘ তালিকায় স্থান পাননি। তিনি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিয়েছেন।

কাতারে বিশ্বকাপ জয়ের মিশনে মেসি সাতটি গোল করেছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার কারণে তিনি গোল্ডেন বলও পান। মেসির পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপে আট গোল করে গোল্ডেন বুট বিজয়ী হিসেবে বিশ্বকাপ শেষ করার পর সংক্ষিপ্ত তালিকায় ২ নম্বরে আছেন।

১৪ জনের বাছাই করা তালিকাটি পরের মাসের শুরুর দিকে তিনে নামিয়ে দেওয়া হবে। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটদানের কার্যক্রম খোলা থাকবে।

ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের জন্য মনোনীত খেলোয়াড়দের তালিকা:

১. লিওনেল মেসি (পিএসজি)
২. কিলিয়ান এমবাপে (পিএসজি
৩. নেইমার (পিএসজি)
৪. আশরাফ হাকিমি (পিএসজি)
৫. লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ)
৬. করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ)
৭. ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)
৮. কেভিন ডি ব্রুইন (ম্যান সিটি)
৯. এরলিং হ্যাল্যান্ড (ম্যান সিটি)
১০. জুলিয়ান আলভারেজ (ম্যান সিটি)
১১. জুড বেলিংহাম (বরুশিয়া ডর্টমুন্ড)
১২. রবার্ট লেভানদোভস্কি (বার্সেলোনা)
১৩. সাদিও মানে (বায়ার্ন মিউনিখ)
১৪. মোহামেদ সালাহ (লিভারপুল) 

Link copied!