• ঢাকা
  • রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেসির দলকে বিশ্বকাপে খেলার অনুমতি দিয়ে বিতর্কে ফিফা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ০২:৩৬ পিএম
মেসির দলকে বিশ্বকাপে খেলার অনুমতি দিয়ে বিতর্কে ফিফা
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

লিওনেল মেসিকে নিয়ে মূল বিতর্ক। যদিও এর জন্য মেসি মোটেও দায়ী নন। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার সিদ্ধান্ত ঘোষণার আগেই বিতর্ক শুরু হয়েছিল। বিতর্কের মাঝেই ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিকে খেলার অনুমতি দিয়েছে তারা।

অভিযোগ উঠেছে, নিজেদের তৈরি করা নিয়ম নিজেরাই ভেঙেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ক্লাবকে অনুমতি দেওয়ার  ফলে বিতর্ক বাড়ছে।

আগামী বছর ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে  ক্লাব বিশ্বকাপ। বিশ্বের সব দেশের লিগ মিলিয়ে মোট ৩২টি ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নেবে। এবার প্রতিযোগিতা হবে যুক্তরাষ্ট্রে। আয়োজক দেশের ক্লাব হিসাবে মায়ামির নাম ঘোষণা করেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ইনফান্তিনো বলেন, ‘২০২৪ সালের সাপোর্টার্স শিল্ডে দুর্দান্ত খেলায় মায়ামি ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিশ্বের অন্যতম সেরা ক্লাব মায়ামি। তাই আয়োজক দেশের প্রতিনিধি হিসাবে ওদের নাম ঘোষণা করতে পেরে আমি গর্বিত।’

ক্লাব বিশ্বকাপে আয়োজক দেশের লিগের চ্যাম্পিয়ন ক্লাব সুযোগ পায়। এবারের মেজর লিগ সকারে প্লে-অফ থেকে বাদ গিয়েছে মায়ামি। ফলে মেজর সকার লিগ কাপ জেতার সুযোগ তাদের নেই। কিন্তু গ্রুপ পর্বে ৩৪টি ম্যাচে রেকর্ড ৭৪ পয়েন্ট পেয়েছে তারা। মেজর লিগের ইতিহাসে তা সর্বাধিক। ফলে সাপোর্টার্স শিল্ড জিতেছে মায়ামি। সেই কারণে তাদের ক্লাব বিশ্বকাপে জায়গা দেওয়া হয়েছে।

ফিফার এমন সিদ্ধান্তের কারণে সমালোচনা শুরু হয়েছে। অনেকেরই অভিযোগ, মেসিকে প্রতিযোগিতায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আটবারের ব্যালন ডি-অর খেতাবজয়ী মেসির নাম ব্যবহার করে ব্যবসার জন্য ফিফা নিয়ম ভেঙে এই কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। 

২০২২ সালের কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ জিতে যুক্তরাষ্ট্রের প্রথম ক্লাব হিসাবে ক্লাব বিশ্বকাপে খেলেছিল সিয়াটল সাউন্ডার্স। দ্বিতীয় দল হিসাবে এবার এই প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করল মায়ামি।

Link copied!