• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিফা-এএফসি প্রতিনিধিরা আসছেন বাফুফের নির্বাচন পর্যবেক্ষণে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪, ১২:৫২ পিএম
ফিফা-এএফসি প্রতিনিধিরা আসছেন বাফুফের নির্বাচন পর্যবেক্ষণে
ছবি: প্রতীকী

আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। এই নির্বাচন পর্যবেক্ষণ করতে আসছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এশিয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসির প্রতিনিধিরা। বাফুফের বিগত নির্বাচনেও ফিফা-এএফসি প্রতিনিধি এসেছিলেন।

আগামী বৃহস্পতিবার এএফসি প্রতিনিধি ক্যাটেল ঢাকা আসবেন। তিনি এএফসির মেম্বার এসোসিয়েশন সাউথ এশিয়ান ইউনিটের প্রধান। তিনি আসার পরের দিন আসবেন ফিফার কর্মকর্তা প্রিন্স রুসেফ। তিনি ফিফার সদস্য দেশের কর্মকান্ড পর্যবেক্ষণ করেন। প্রিন্স বাংলাদেশে একাধিকবার এসেছেন। প্রিন্সের পাশাপাশি ফিফা থেকে আরেক মাহমুদ মনসুরেরও আসার কথা রয়েছে বলে জানা গেছে।

বাফুফে নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি ছাড়াও সভাপতি, সহ-সভাপতি, সদস্য এই তিন পদে ভোটাভুটি হবে। ১৩৩ জন কাউন্সিলর ২৬ অক্টোবর ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচনের সামগ্রিক পরিবেশ এএফসি, ফিফা প্রতিনিধি পর্যবেক্ষণ করবে। সাফের প্রতিনিধিও থাকবে পর্যবেক্ষক হিসেবে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দায়িত্ব নেয়ার পর কয়েকবার বিসিবিতে গেছেন। বাফুফেতে এখনো আসেননি। সোমবার দুপুরে বাফুফে ভবন পরিদর্শনে আসার কথা তার।

উল্লেখ্য, ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সহ বেশ কয়েকজন পদত্যাগ করেন।

 

Link copied!