বেশ স্মরণীয় হয়ে রইল শুক্রবার দিনটা সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচের কাছে। বছরের প্রথম গ্রান্ড স্লাম টেনিস আসর অস্ট্রেলিয়ান ওপেনে নিজের শততম ম্যাচে আর্জেন্টিনার টমাস মার্টিন এচেভেরিকে সরাসরি ৬-৩, ৬-৩ ও ৭-৬ (৭-২) সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছলেন। সেই সঙ্গে প্রথম টেনিস তারকা হিসেবে চারটি গ্রান্ড স্লামেই ম্যাচের সেঞ্চুরি করলেন।
সেই সঙ্গে সর্বোচ্চ ২৫টি গ্রান্ড স্লাম জিতে মার্গারেট কোর্টের পাশে বসার পথে আরও এগিয়ে গেলেন তিনি।
ম্যাচশেষে জোকোভিচকে প্রশ্ন করা হয়, কোর্টে যে রকম আগ্রাসী মনোভাব থাকে তার, সেটা দেখে পেশাদার খেলোয়াড় জীবনের শুরুর দিকে কেউ সমালোচনা বা পরামর্শ দিয়েছেন কি না। তাতে জোকোভিচ বলেছেন, ‘শুরুর দিকে আমার ব্যবহার সুইজারল্যান্ডের রজার ফেদেরারের পছন্দ ছিল না। সে ব্যাপারে আমি নিশ্চিত। বাকিদের কথা বলতে পারব না।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় অনেকেই আমাকে পছন্দ করত না। কারণ আমি বিশ্বের সেরা হতে চাই, এই কথাটা বলতে কখনও ভয় পেতাম না। আত্মবিশ্বাসী ছিলাম এটা নিয়ে। মনে হত বিশ্বের সেরা হওয়ার ক্ষমতা আমার আছে।’