• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

নির্দিষ্ট সময়েই বিপিএল আয়োজনে আশাবাদী ফারুক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪, ০৫:১৯ পিএম
নির্দিষ্ট সময়েই বিপিএল আয়োজনে আশাবাদী ফারুক
ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগই(বিপিএল) হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটে এগিয়ে যাওয়ার প্রধান পথ। এবারের বিপিএল শুরু হওয়ার কথা আগামী ২৭ ডিসেম্বর। হাতে প্রায় তিনমাস সময়। বর্তমানে দেশের যে পরিস্থিতি, তাতে সঠিক সময়ে এই টুর্নামেন্ট আয়োজন করা সত্যিই কষ্টসাধ্য ব্যাপার। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান। সেইসঙ্গে তার ঘনিষ্ঠ অনেক মন্ত্রী ও বিত্তশালী ব্যক্তি রয়েছেন পলাতক। যাদের মধ্যে অনেকেই আবার বিপিএলের দলগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। ফলে বিপিএলের বেশিরভাগ দলই এখন এলোমেলো অবস্থায় আছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল ও মহাসচিব ইসমাইল হায়দার মল্লিক পলাতক। সদস্য জালাল ইউনুস পদত্যাগ করেছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের মালিক সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল শেখ হাসিনার পদত্যাগের আগেই দেশ ছেড়ে চলে গেছেন। ফলে তার দলটির বিপিএলে অংশ নেওয়া কঠিন বিষয়। শুধুমাত্র চিটাগং চ্যালেন্জার্স খেলবে বলে জানিয়েছে। রংপুর রাইডার্সসহ বাকি পাঁচটি দল কিছুই বলেনি। সবমিলে বিপিএল আয়োজন করা সহজ নয়। তবে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ২৭ ডিসেম্বরই বিপিএল শুরু করতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেছেন, ‍‍`বাস্তব পরিস্থিতি সকলেই জানে। তবে আমি বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করেছি। বিসিবির সভাতেও অনেক আলোচনা হয়েছে। সবমিলে আমি আশাবাদী নির্দিষ্ট সময়েই বিপিএল শুরু করতে পারবো।‍‍`

Link copied!