চলতি বিপিএলের এলিমিনেটরে রংপুর রাইডার্সকে এককথায় ধসিয়ে দিয়েছে খুলনা টাইগার্স। বোলিংয়ে মিরাজ-নাসুমের ঘূর্ণি আর ব্যাটিংয়ে মোহাম্মদ নাঈমের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৯ উইকেটের বিশাল জয়ে পেয়েছে তারা। এতে ফাইনালের পথেও এক ধাপ এগিয়ে গেছে মিরাজের দল।
সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুরের হোম অব ক্রিকেটে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
ব্যাটিং অর্ডারে নতুন যুক্ত হওয়া ৩ বিদেশি জেমস ভিন্স, আন্দ্রে রাসেল এবং টিম ডেভিডদের ব্যাটে পাহাড়সম সংগ্রহের স্বপ্ন দেখছিল দলটি। অথচ এই তিন ক্রিকেটার মিলে সাকুল্যে করতে পেরেছেন ১২ রান। দেশি সাইফ হাসান-সৌম্য সরকাররাও নিজেদের হারিয়ে খুঁজেছেন।
রংপুরের অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ের দিনে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল অধিনায়ক সোহান (২৭) এবং পাকিস্তানি বোলার আকিফ জাভেদ। ৫২ রানে ৯ উইকেট হারানোর দলকে ৮৫ পর্যন্ত একাই টেনে নিয়েছেন আকিফ, আউট হওয়ার আগে ১৮ বলে ৪ চার এবং ২ ছক্কায় করেছেন ৩২ রান।
খুলনার দুই স্পিনার মিরাজ এবং নাসুম আহমেদ নিজেদের ঘূর্ণিজালে আটকেছেন রংপুরের ব্যাটারদের। দুইজনই পেয়েছেন সমান তিনটি করে উইকেট।