‘বিদায় প্যারিস, স্বাগতম লস অ্যাঞ্জেলস’। রোববার (১১ আগস্ট) রাতে পদকপ্রাপ্ত ক্রীড়াবিদ, নয়নাভিরাম দৃশ্য আর হৃদয় জুড়ানো সঙ্গীতের অপূর্ব মিশ্রণে মিশেছিল ৩৩তম অলিম্পিকের জমকালো সমাপনী অনুষ্ঠান। নতুন নতুন রেকর্ডের সঙ্গে ঘটনাবহুলও ছিল প্যারিস অলিম্পিক।
চার বছর পর ৩৪তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ২০২৮ সালে। প্যারিসে সমাপনি অনুষ্ঠানে পরবর্তী আসরকেও স্বাগত জানানো হয়।
এবারের অলিম্পিক উদ্বোধন হয়েছিল সিন নদীতে। আর সমাপনি অনুষ্ঠান হলো প্যারিসের স্তেদ দ্য ফ্রান্স স্টেডিয়ামে। অভিনেতা টম ক্রুজের সঙ্গে পারফর্ম করেন বিলি এলিস, স্নপ ডগসহ অনেকেই। সমাপনী বক্তব্যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাক প্যারিস আসরকে মনে রাখার মতো আয়োজন বলে অভিহিত করেছন।
জার্মানির নাগরিক থমাস বাক বলেন, ‘প্যারিসের আয়োজনে মুগ্ধ সারা বিশ্ব। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শেষ হলো জাঁকজমকপূর্ণ অলিম্পিক। আমি আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’
তিন সপ্তাহে ৩২টি খেলার ৩২৯টি ইভেন্টে সোনা জয়ের লড়াইয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থান অধিকার করেছে চীন, জাপান তৃতীয়, অস্ট্রেলিয়া চতুর্থ ও স্বাগতিক ফ্রান্স পঞ্চম স্থান লাভ করেছে।
আর্টিস্টিক পারফর্ম্যান্সের মধ্য দিয়ে প্যারিস ও লস অ্যাঞ্জেলসের ঐতিহ্য তুলে ধরা হয়। সবশেষে লস অ্যাঞ্জেলসের মেয়রের কাছে অলিম্পিক মশাল হস্তান্তর করা হয়।