শিরোনামে এবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার মার্কো জানসেন। নেহাতই এক মজার কাণ্ড ঘটেছে তাকে নিয়ে।
দক্ষিণ আফ্রিকায় বর্তমানে চলছে এসএ টি-টোয়েন্টি ক্রিকেট আসর, যা বাংলাদেশের বিপিএল কিংবা ভারতের আইপিএলের মতোই এক ফ্র্যাঞ্চাইজি লিগ। সেখানেই বুধবার সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন জানসেন। যার কারণে ম্যাচে জয় পায় তার দল।
মজার ও আসল কাণ্ডটা ঘটে খেলার শেষে। সেই সময় জানসেনের সাক্ষাৎকার নেওয়ার জন্য তৈরি ছিলেন দুই সঞ্চালক। কিন্তু প্রোটিয়া পেসারের উচ্চতা এতটাই বেশি যে সেই কারণে তাদের চেয়ারের উপরে দাঁড়িয়ে মার্কোর সাক্ষাৎকার নিতে হয়। ছবিটি পোস্ট করা হয়েছে তার দলের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে।
সানরাইজার্স ইস্টার্ন কেপের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে দুই সঞ্চালক দুটি চেয়ার নিয়ে তার উপর দাঁড়িয়ে আছে। মাঝে রয়েছেন জানসেন। ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা এই ক্রিকেটারের ইন্টারভিউ নিতে যে চেয়ারের সাহায্য লাগবে তা অবাক হওয়ার কিছু নেই। কিন্তু ঘটনায় বেশ মজা পেয়েছেন নেটিজেনরা।
ইস্টার্ন কেপ তাদের পোস্টের ক্যাপশনে মজা করে লিখেছে, ‘যখন আপনি মার্কোর সঙ্গে কথা বলবেন, তখন আপনাকে নিজের স্তর বাড়াতে হবে- আক্ষরিক অর্থে! (হাসির ইমোজি)।’
বুধবার পোর্ট এলিজাবেথে ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স ইস্টার্ন কেপি এবং প্রিটোরিয়া ক্যাপিটালস। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল প্রিটোরিয়া। এইডেন মার্করামের দুরন্ত ৫৫ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে ইস্টার্ন কেপ।
এছাড়াও ২৪ রান করেছিলেন মার্কো জানসেন এবং ২৫ রান করেছিলেন লিয়াম ডসন। প্রিটোরিয়ার হয়ে ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছিলেন ইথান বোশ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে প্রিটোরিয়া। দুরন্ত বোলিং করেন মার্কো। ৪ ওভার বল করে ১৩ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। এছাড়াও ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন লিয়াম ডসন। এখনও পর্যন্ত ৬ ম্যাচের মধ্যে ৩টিতে জয় পেয়েছে ইস্টার্ন কেপ, পরাজিত হয়েছে ৩টিতে। বর্তমানে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে তারা।
ম্যাচশেষে সাক্ষাৎকার দেন জানসেন।