প্রচলন হওয়ার পর থেকে ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট আসরের। এখন যে কোনো দ্বিপাক্ষিক পূর্ণাঙ্গ সিরিজে থাকছে একটি টি-টোয়েন্টি সিরিজ। আর এই ক্রিকেটকে এখন পুরোদমে বানিজ্যিক খেলা বললে ভুল বলা হবে না। টেস্ট প্লেইং দেশগুলোর প্রায় সবারই রয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ। আর বানিজ্যের কারণেই টুর্নামেন্টগুলো বছরের বড় একটা সময় ধরে চলে।
কয়েক বছর যাবত দেখা যাচ্ছে, কয়েক দলের এই টুর্নামেন্ট প্রায় সমসাময়িক সময়ে আয়োজন হচ্ছে। ২০২৫ সালে সেটা আরও ব্যাপকভাবে হবে। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত মাত্র পৌনে দুই মাস চলবে এই পাঁচটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। যার মধ্যে জানুয়ারির প্রায় অর্ধেকটা সময় একই সঙ্গে চলবে পাঁচটি টুর্নামেন্টই। যার মধ্যে রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি, নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ ও সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ (আইএল টি-টোয়েন্টি)।
এদের মধ্যে আবার বিপিএল, বিগ ব্যাশ, এসএ টোয়েন্টি ও সুপার স্ম্যাশের সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার আইএল টি-টোয়েন্টি -এর সূচিও চূড়ান্ত করে ফেলল আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। অন্য তিন টুর্নামেন্টের মতো আইএল টি-টোয়েন্টি-এর সূচিও বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক হতে চলেছে।
বিপিএল ৩০ ডিসেম্বর শুরু হয়ে চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া, বিগ ব্যাশ ১৫ ডিসেম্বর থেকে ২৭ জানুয়ারি, এসএ টোয়েন্টি ৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি, আইএল টি-টোয়েন্টি ১১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি এবং সুপার স্ম্যাশ ২৬ ডিসেম্বর থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।