• ঢাকা
  • সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ৪ রবিউস সানি ১৪৪৬

দুর্বল মানসিকতার জন্য ব্যাটিংয়ে ব্যর্থ হচ্ছি: শান্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ১২:৫৯ পিএম
দুর্বল মানসিকতার জন্য ব্যাটিংয়ে ব্যর্থ হচ্ছি: শান্ত
নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

বাংলাদেশ শোচনীয়ভাবে পরাজিত হয়েছে স্বাগতিক ভারতের বিপক্ষে। রোববার গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত ৭ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেছে। 

সফরের প্রথমে দুই টেস্টের সিরিজে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। ফলে ভারত সফরে টানা তিন হার দেখতে হলো টাইগারদের। ৯ ও ১২ অক্টোবর টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

টেস্ট সিরিজের পর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে লজ্জাজনক হারের পর কথা বলতে গিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, ‍‍‘বাংলাদেশ গত ১০ বছর এভাবেই ব্যাটিং করছে। ভালো করার যোগ্যতা রয়েছে খেলোয়াড়দের। তবে সেখানে কিছু কাজ করতে হবে। খেলোয়াড়দের মানসিক দুর্বলতাও এমন বাজে ব্যাটিংয়ের জন্য দায়ী।‍‍’ 

তিনি বলেন, ‍‍‘আমরা দেশের মাটিতে যে উইকেটে খেলি, সেখানে টার্গেট থাকে ১৪০-১৫০ রান। কিন্তু আমাদের ১৮০ রান করার মতো উইকেট গড়তে হবে।‍‍’ 

শান্ত বলেন, ‍‍‘বাংলাদেশের ব্যাটিং এমনই। মাঝেমধ্যে আমরা ভালো খেলে কিছু সাফল্য লাভ করি। কিন্তু সেটা ধরে রাখতে পারি না।‍‍’

Link copied!